কলকাতা: 'হেরা ফেরি' ফ্র্য়াঞ্চাইজির ছবি 'ফির হেরা ফিরে ৩'-এর শ্য়ুটি শুরু হতে চলেছে চলতি বছরই। বলিউডের খবর অনুযায়ী, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, এই কমেডি ঘরানার ছবিতে অন্ধ ডনের চরিত্রে দেখা মিলবে তাঁর।


পরিচালক ফরহাদ সামজির এই ছবিতে দেখা মিলবে কার্তিক আরিয়ানেরও। সূত্রের খবর অনুযায়ী লস অ্যাঞ্জেলেস,আবুধাবি ও দুবাইতে বিভিন্ন লোকেশনে শ্যুট হবে এই ছবির।


সঞ্জয় দত্ত জানিয়েছেন, "এটি একটি দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি, আর আমি এই ছবির অংশ হতে পেরে অত্য়ন্ত খুশি। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সাথে আমার ঘনিষ্ঠ বন্ধু। অন্য়দিকে, অক্ষয় কুমার,সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভাল লাগছে।'


আরও পড়ুন...


এবার তথ্যচিত্রে হানি সিংহের গল্প, প্রযোজনায় গুণীত মোঙ্গার 'শিক্ষা এন্টারটেনমেন্ট'


 প্রসঙ্গত, এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার তৃতীয় ভাগে থাকবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা। প্রথমে শোনা যাচ্ছিল, 'হেরা ফেরি ৩'-এ অভিনয় করতে রাজী হননি বলিউডের খিলাড়ি। আবার সম্প্রতি শোনা গিয়েছে, দর্শকদের চাহিদা এবং নির্মাতাদের বিশেষ অনুরোধে ছবির কাজ নাকি তিনি শুরু করেছেন। ফিরোজ নাদিয়াদওয়ালার এম্পায়ার স্টুডিওতে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি ছবির প্রোমোও শ্যুট করেন। তার প্রথম ছবিও সামনে আসে। সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, পরেশ রাওয়াল (Paresh Rawal) নাকি ছবির গল্প থেকে শ্যুটিং লোকেশন সমস্ত কিছুই ফাঁস করে দিয়েছেন।


সম্প্রতি এক সাক্ষাতকারে 'হেরা ফেরি ৩' সম্পর্কে নানা কথা বলেন পরেশ রাওয়াল। তিনি জানান, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে অভিনয় তাঁর কাছে ঘরের ফেরার মতো।  অভিনেতা বলেন, 'ওদের সঙ্গে দেখা হয়ে মনে হল যেন ঘরে ফিরলাম। অক্ষয় আর সুনীলের সঙ্গে সবসময় মজা করে কাজ হয়। ওরা অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। তাছাড়া নিজেদের কাজ নিয়ে অনিশ্চয়তাতেও ভোগে না। আমাদের একে অপরের প্রতি সম্মান আছে। আমাদের পর্দার বাইরের রসায়ন প্রভাবে ফেলে পর্দাতেও।'


অন্য়দিকে, এর আগে শোনা গিয়েছিল 'হেরা ফেরি ৩'-এ থাকবেন না অক্ষয় কুমার। তাঁর পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। এই তিন জনকে পর্দায় একসঙ্গে দেখা দর্শকদের কাছে নস্ট্যালজিয়ার থেকে কম কিছু নয়। 'হেরা ফেরি' ও 'ফির হেরা ফেরি' মানুষের অত্যন্ত পছন্দের দুটি ছবি।