আগরা: স্কুটারে চড়ে স্ত্রী মান্যতার সঙ্গে আগরার অলিগলি ঘুরে বেড়ালেন সঞ্জয় দত্ত। সঙ্গে ছিল তাঁদের দুই যমজ ছেলেমেয়ে ইকরা ও শাহরান। তাজমহলের শহরেই সঞ্জয় তাঁর কামব্যাক মুভি ‘ভূমি’-র শ্যুটিং করছেন।
ইনস্টাগ্রামে মান্যতা শেয়ার করেছেন এই ছবি।
‘ভূমি’ পরিচালনা করছেন উমাঙ্গ কুমার, প্রযোজক ভূষণ কুমার। ছবিতে সঞ্জয় ছাড়াও রয়েছেন অদিতি রাও হায়দারি।