মুম্বই: আজ মুক্তি পেয়েছে রণবীর কপূর অভিনীত ‘সঞ্জু’। কিন্তু তার আগে গতকালই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছবিটির ডাউনলোড লিঙ্কের স্ক্রিনশট শেয়ার করেছেন। ট্যুইটারে এক ব্যক্তি দাবি করেছেন, ছবিটির এইচডি প্রিন্টও ফাঁস হয়ে গিয়েছে। ‘সঞ্জু’ মুক্তি পাওয়ার আগে থাকতেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে। কিন্তু অনলাইনে ছবিটি ফাঁস হয়ে যাওয়ায় ব্যবসা মার খেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফাঁস হওয়ার খবর ভাইরাল হতেই দর্শকদের সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন রণবীর। ট্যুইটারে আরও অনেকেই ছবি ফাঁস হওয়া নিয়ে সরব হয়েছেন। কিছু ট্যুইট দেখে আবার ইঙ্গিত পাওয়া গিয়েছে, সলমন খানের ভক্তরা ‘সঞ্জু’ ফাঁস হওয়ার গুজব ছড়াচ্ছেন।