নয়াদিল্লি: ফের একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন 'দঙ্গল সিস্টার্স'। তাঁদের দুই প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আগামী ছবি 'স্যাম বাহাদুর'-এ (Sam Bahadur)। ছবিটি তৈরি হচ্ছে ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ-এর (Field Marshal Sam Hormusji Framji Jamshedji Manekshaw) জীবনের ওপর ভিত্তি করে যাঁকে সাধারণত সকলে স্যাম মানেকশ ও স্যাম বাহাদুর নামেই চেনে। ছবির নাম চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল (Vicky Kaushal)। 


সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফে ও ভিকি কৌশলের তরফে একটি পোস্ট করা হয়। সেখানে তাঁরা ঘোষণা করেন যে ছবিতে যোগ দিচ্ছেন 'দঙ্গল' খ্যাত সানিয়া মলহোত্র ও ফাতিমা সানা শেখ (Sanya Malhotra and Fatima Sana Shaikh)। সানিয়াকে দেখা যাবে স্যাম বাহাদুরের স্ত্রী সিল্লু মানেকশর চরিত্রে। অন্যদিকে ফাতিমা সানা শেখ অভিনয় করবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে।


১৩ তারিখ পরিচালক মেঘনা গুলজারের (Meghna Gulzar) জন্মদিনে এই বিশেষ ঘোষণা করা হয়। সকলে মিলে একটি ছবি শেয়ার করে ভিকি লেখেন, 'আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন কারণ আজ আমাদের পরিচালক মেঘনা গুলজারের জন্মদিন উদযাপনের সঙ্গে প্রধান দুই মহিলা চরিত্রে সানিয়া মলহোত্র ও ফাতিমা সানা শেখকে 'স্যাম বাহাদুর' পরিবারে স্বাগত জানাচ্ছি।'


 






ছবিতে ভিকি কৌশলকে দেখা গেল ছবির পরিচালক মেঘনা গুলজার ও ফাতিমা এবং সানিয়ার সঙ্গে হেসে পোজ দিতে। একই পোস্ট শেয়ার করে 'আরএসভিপি মুভিস'ও।


সানিয়ার কথায়, 'প্রত্যেক পুরুষের সাফল্যের পিছনে একজন নারীর অবদান থাকে। এমন একজন নারীর চরিত্রে কাজ করতে পারা আমার কাছে সম্মানের।'


আরও পড়ুন: Vicky Katrina Wedding Photos: স্বপ্নময়! বিয়ের ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন নবদম্পতি ভিকি-ক্যাটরিনা


ফাতিমার কথায়, 'এমন একজন মহিলা যিনি ক্ষমতা, সাহস ও মর্যাদার পরিচয় দেন। স্যাম বাহাদুরের টিমে প্রবেশ করলাম দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয়ের জন্য। আমি গর্বিত।'


প্রয়াত স্যাম মানেকশ ছিলেন দেশের প্রথম আর্মি অফিসার যাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়। 'রাজি' ছবির পর এটি দ্বিতীয়বার ভিকি কৌশল ও মেঘনা গুলজার একসঙ্গে কাজ করবেন।