মুম্বই: সোশ্যাল মিডিয়ায় স্মৃতির কোলাজ। টুকরো টুকরো পুরনো স্মৃতিতে স্বপ্নকে ফিরে দেখা যেন। কোথাও হেডফোনে সারা আলি খান (Sara Ali Khan)-কে কিছু শোনাচ্ছেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। কোথাও আবার ছবির কোনও দৃশ্যে একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতেছেন দুই অভিনেতা অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় 'কেদারনাথ' (Kedarnath) ছবির বিভিন্ন দৃশ্য শেয়ার করে নিয়েছেন ছবির নায়িকা সারা আলি খান। লিখেছেন, 'চার বছর আগে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হয়েছিল। আমার কাছে ওই দিনগুলো এখনও স্বপ্নের মতো আর আগামী দিনেও স্বপ্নই থাকবে। আমি যে কোনও উপায়ে আবার ২০১৭ সালে ফিরে যেতে চাই আর এই ছবির প্রত্যেকটা দৃশ্য আবার.. নতুন করে শ্যুটিং করতে চাই... প্রত্যেকটা মুহূর্তকে আবার নতুন করে বাঁচতে চাই। সুশান্তের থেকে কত কিছু শিখেছিলাম..গান নিয়ে, সিনেমা নিয়ে, বই নিয়ে, অভিনয় নিয়ে, জীবন নিয়ে, আকাশ আর তারাদের নিয়ে....। আমরা একসঙ্গে প্রতিটা সূর্যোদয় দেখেছি, সূর্যাস্ত দেখেছি, চাঁদ উঠতে দেখেছি, নদীর জলের শব্দ শুনেছি। ম্যাগি আর কুড়কুড়ের প্রতিটা প্লেট উপভোগ করেছি একসঙ্গে। ভোর ৪টেয় উঠে তৈরি হতাম রোজ। গাট্টু স্যরের পরিচালনায় কাজ করেছি.. আমি আবার মুক্কু হতে চাই। সারা জীবনের জন্য আমায় এমন একটি স্মৃতি দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন: Deepika Padukone: রোহিত শেট্টির নতুন ছবিতে 'লেডি সিংঘম' দীপিকা পাড়ুকোন
অনেক রাতের সেই পোস্ট এখানেই শেষ করেননি সারা। তিনি কি চাঁদের দিকে তাকিয়ে কলম ধরেছিলেন? সারা লিখছেন, ' আমি জানি, আজ রাতের ঝলমলে চাঁদটার মতো সুশান্তও অনেকটা দূর থেকে ঝলমল করছে। ওর প্রিয় চাঁদটার ঠিক পাশে। ও ছিল, আছে, থাকবে...'