ভিডিওতে সারা ও কার্তিককে হাসাহাসি করতে দেখা যাচ্ছে। সারা জোর গলায় কার্তিকের নাম ধরে ডাকেন। আর তা শুনে হাসতে হাসতেই সারার মুখ হাত দিয়ে ঢাকার চেষ্টা করলেন কার্তিক। আর তা দেখে উপস্থিত সবাই হেসে ফেলেন।
‘লভ আজ কাল ২’ সিনেমার প্রথম পর্বের শ্যুটিংয়ের সমাপ্তির পর ওই অনুষ্ঠানে সারা ও কার্তিক সহ কলাকুশলীরা একসঙ্গে মজা করছিলেন। ওই ভিডিওটি সেই সময়েরই।
সম্প্রতি সারা সেরা অভিষেককারী অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। কার্তিক অবশ্য আগেই কয়েকটি পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে সারা ও কার্তিক কেক কেটে একে অপরকে খাওয়ালেন। এই অনুষ্ঠানের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ইমতিয়াজ আলির এই সিনেমার শ্যুটিং দিল্লিতে হচ্ছে। আগামী বছরের ভ্যালেন্টাইন দিবসে মুক্তি পাবে।
সারা তাঁর প্রথম সিনেমা ‘কেদারনাথ’-এর জন্য সেরা অভিষেককারী অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত।
এরপর সারার দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’-য় বেশ জনপ্রিয় হয়। এই সারার সঙ্গে ছিলেন রণবীর সিংহ।
অন্যদিকে, কার্তিক ও কৃতি শ্যাননের ‘লুকা ছুপ্পি’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে।