মুম্বই : সারা আলি খান মানেই সোশ্যাল মিডিয়ায় লাইকের বন্যা। মুহূর্তে ভাইরাল পোস্ট। বলিউডে কম সময়েই জমি পোক্ত করে করেছেন সারা। কখনও বিকিনি পরিহিতা সারার ছবি ভাইরাল হয়, কখনও আবার নজর কেড়ে নেয় সারা-কার্তিকের ব্রেকআপের খবর। সপ্তাহখানেক আগে মা অমৃতা সিংহ ও ভাই ইব্রাহিমের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটানোর ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। এবার একেবারে অন্যরূপে ধরা দিলেন সারা।
মলদ্বীপ থেকে ফিরে ঈশ্বরের আশীর্বাদ নিতে সারা গিয়েছিলেন জুহুর মুক্তেশ্বর শনি মন্দিরে। সঙ্গে ছিলেন মা অমৃতা। সাদা রঙের সালোয়ার কামিজ পরে তিনি পুজো দিতে গিয়েছিলেন সারা। সেই ভিডিও নেটিজেনদের কাছে ভাইরাল।