মুম্বই: সারা আলি খান। ডেবিউ করার পর থেকেই বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। সোশ্যাল মিডিয়ায়ও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। কোনও নতুন ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই,তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজকাল’-এর সিক্যুয়েলে কাজ করেছেন সারা। সেফ-কন্যার আগামী মুক্তি নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। কিন্তু আপাতত সারার মলদ্বীপে ছুটি কাটানোর ছবি নিয়ে চর্চায় নেটিজেনরা। ভাই ইব্রাহিমের সঙ্গে ছুটিযাপনের একের পর এক ছবি শেয়ার করে তাক লাগিয়ে দিচ্ছেন সারা। সম্প্রতি অভিনেত্রীর জলকেলির ছবিতে বুঁদ নেটদুনিয়া।
ছবিতে সারা পরেছেন টু-পিস। ভাই-বোনের সানবাথ নেওয়ার ছবিও সোশ্যাল সাইটে জনপ্রিয় হয়েছে।