নয়াদিল্লি: নয় নয় করে পাঁচ বছর হয়ে গেল তিনি নেই। সময়ের সঙ্গে স্তিমিত তাঁকে নিয়ে আলোচনা, চর্চাও। সেই আবহেই পুরনো স্মৃতি উস্কে দিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ‘কেদারনাথ’ ছবির সাত বছর পূর্তিতে নস্ট্যালজিয়া ডুব দেন সারা। আলাদা ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুশান্তের কাছে। (Sara Ali Khan)

Continues below advertisement

‘কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ের মাঝের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সারা। প্রথম ছবিটিতেই পাহাড়ে সুশান্তের সঙ্গে বসে রয়েছেন তিনি। কোনও ছবিতে আবার খোশগল্পে মজে তাঁরা। ওই ছবির সঙ্গে দীর্ঘ লেখাও পোস্ট করেন নায়িকা। সারা লেখেন, ‘কেদারনাথের সাত বছর। ২০১৭ সালে যদি ফিরে যেতে পারতাম…কিচ্ছুটি পাল্টাতাম না, শুধু আর একবার ওই সব মুহূর্ত বাঁচতাম, সব লালন করে রাখতাম, জাদুমাখা সময়ের প্রতিটি ক্ষণ আগলে রাখতাম’। (Sushant Singh Rajput)

সারা আরও লেখেন, ‘প্রত্যেকদিন অভাব অনুভব করি। কিন্তু যা পেয়েছি, যা শিখেছি, তার জন্য কৃতজ্ঞ। সত্যি বলছি, প্রিয় উপত্যকায় যখনই ফিরে যাই, এখনও অনেক কিছু পাই, অনেক কিছু শিখি। আমাকে ভালবাসা দেয়, আগলে রাখে, কী পেয়েছি স্মরণ করিয়ে দেয়’।

Continues below advertisement

সরাসরি সুশান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সারা লেখেন, ‘ব্ল্যাক কফির সঙ্গে পরিচয় ঘটে আমার, ট্রেকিংয়ের প্রতি আমার এই আকর্ষণ, চাঁদের প্রতি এই টান, ক্যামেরার প্রতি ভালবাসা, দর্শকের প্রতি কৃতজ্ঞতা, পাহাড়ি খাবারের প্রতি অনুরাগ।  আমাকে এই সবকিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সুশান্ত। আরও বেশি ধন্যবাদ আমার মনে কৌতূহল জাগানোর জন্য, শেখার প্রতি আগ্রহ জাগানোর জন্য’।

২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেন সারা। প্রথম ছবিতেই তাঁর অভিনয় নজর কাড়ে। সুশান্তের সঙ্গে তাঁর রসায়নও প্রশংসিত হয়। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলেও সেই সময় জোর গুঞ্জন শোনা যেত। সুশান্তের মৃত্যুর পরও তদন্তকারীদের সামনেও হাজিরা দিতে হয় সারাকে। এখনও ফি বছর কেদারনাথে ফিরে যান সারা। 

সুশান্তের সঙ্গে সম্পর্ক বা ঘনিষ্ঠতা নিয়ে যদিও সারা নিজে মুখ খোলেননি। তবে সুশান্তের মৃত্যুর তদন্ত চলাকালীন, NCB-র সামনে সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা সারা স্বীকার করেছিলেন বলে জানা যায়। সেই সময় যে খবর সামনে আসে, তা হল, ২০১৯ সালেই সম্পর্ক ভেঙে যায় সারা ও সুশান্তের। সুশান্ত সম্পর্কে বিশ্বাসভঙ্গ করেছিলেন বলে জানান সারা। সুশান্তকে সারা 'unfaithful' বলে উল্লেখ করেন, এমন তথ্য় সামেন এসেছিল সেই সময়। জানা যায়, সুশান্তের ছবি 'সোনচিড়িয়া' বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ার পরই দু'জনের সম্পর্ক ভেঙে যায়।