নয়াদিল্লি: সইফ আলি খানের মেয়ে সারা আলি খান খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। রূপোলি পর্দায় আত্মপ্রকাশের আগেই বিনোদন জগতে সংবাদমাধ্যমের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু তিনি। ক্যামেরা তাঁর গতিবিধি নিয়মিত অনুসরণ করে। এরইমধ্যে সম্প্রতি সারাগ ক্ষোভের মুখে পড়লেন এক আলোকচিত্রী।এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে আলোকচিত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে সারাকে। ডান্স ক্লাসের বাইরে গাড়ির অপেক্ষায় বসেছিলেন সারা। তখন এক আলোকচিত্রী তাঁর ছবি তুলছিলেন। বিষয়টি নজরে পড়তেই ওই আলোকচিত্রীর দিকে এগিয়ে যান সারা। জানতে চান, বিনা অনুমতিতে কেন ছবি তুলছেন তিনি। সারার বকুনি খাওয়ার পর ওই আলোকচিত্রী দুঃখপ্রকাশ করে পিছিয়ে যান।
পরে গাড়ি চলে আসে। সারা গাড়িতে উঠে চলে যান।
কোনও আলোকচিত্রীর ওপর সারার এই ধরনের ক্ষোভ প্রকাশের ঘটনা নতুন নয়। কিছুদিন আহে সারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে ভাই ইব্রাহিমের সঙ্গে পুজো দিতে গিয়েছিলেন। ওই সময় আলোকচিত্রীরা তাঁর ছবি তুলছিলেন। এতে অসন্তুষ্ট সারা ছবি না তোলার অনুরোধ করেন। তিনি বলেন, অন্তত এখানে ছবি তোলাটা বন্ধ করুন।
উল্লেখ্য, সারার হাতে এখন দুটি সিনেমা রয়েছে। কেদারনাথ সিনেমা ৩০ নভেম্বর মুক্তি পেতে চলেছে। এরইসঙ্গে রোহিত শেট্টির সিম্বা সিনেমাতেও দেখা যাবে তাঁকে।