শ্রীনগর: কাশ্মীরে অনুপ্রবেশ করা পাঁচ লস্কর-ই-তৈবা জঙ্গিকে খতম করল পুলিশ।
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তর কাশ্মীরের বান্দিপোরার সামলার অঞ্চলে জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। যা চলে শুক্রবার বিকেল পর্যন্ত। এর আগে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর পৌঁছয় যে বেশ কিছু জঙ্গি সম্প্রতি অনুপ্রবেশ করে ওই অঞ্চলে আত্মগোপন করে রয়েছে। খবর মিলতেই, অভিযানে নেমে পড়ে ফোর্স। বাহিনীকে দেখতে পেয়েই এলোপাথারি গুলিবর্ষণ করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় পুলিশও। তাতেই পাঁচ জঙ্গি নিধন হয়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুলিশকর্মীদের হত্যার হুমকি দিয়ে একটি অডিও ক্লিপ পাঠিয়েছিল হিজবুল মুজাহিদিন। শুক্রবার ভোরবেলা শোপিয়ান জেলায় জম্মু ও কাশ্মীর পুলিশের তিন কনস্টেবলকে হত্যা করে জঙ্গিরা। হিজবুল জঙ্গিরাই এই নারকীয় কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।