নয়াদিল্লি: জাল ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড রাখার অভিযোগে গ্রেফতার এক চিনা নাগরিক। ৩৯ বছর বয়সি ধৃত ব্যক্তির নাম সাও লুং। প্রায় পাঁচ বছর ধরে তিনি ভারতে বসবাস করছেন, মিজোরামের এক মহিলাকে বিয়ে করে গুরগাঁওয়ে থাকছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গত ১৩ সেপ্টেম্বর মজনু কা টিলা এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে তাঁকে পুলিশ পাকড়াও করে বলে জানান এক পুলিশ কর্তা। গত দু মাস ধরে তাঁর গতিবিধির ওপর পুলিশের নজরদারি চলছিল বলে জানা গিয়েছে। তিনি চরবৃত্তিতে জড়িত বলে সন্দেহ পুলিশের। এ ব্যাপারে তদন্ত করছে তারা।
পুলিশ কর্তাটি বলেন, লোকটি গুরগাঁওয়ের যে অভিজাত এলাকায় থাকেন, সেখানে ভাড়া মাসে প্রায় ৮০০০০ টাকা। কোথা থেকে তিনি এই বিপুল অর্থের ব্যবস্থা করতেন, খতিয়ে দেখা হচ্ছে। তিনি ফলের আমদানি, রপ্তানি ব্যবসায় যুক্ত বলে দাবি করলেও তদন্তে তার কোনও তথ্যপ্রমাণ মেলেনি। আধার কার্ড ও পাসপোর্টে তাঁর নাম রয়েছে চার্লি পেং। কেন তিনি জাল ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড করিয়েছেন, তদন্ত করছে পুলিশ। যারা তাঁকে জাল নথি বের করতে সাহায্য করেছে, তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।