এটা সারা! দেখুন তো চেনা যাচ্ছে কিনা
ছবি-ইনস্টাগ্রাম
অভিনেত্রী সুলভ পোজ দিতেন ছোট থেকেই।
দেখুন সবসময় ফটোজেনিক অমৃতা-সেফের মেয়ে।
দিদার কোলে ছোট্ট সারা। সঙ্গে মা অমৃতা। থ্যাঙ্ক ইউ আমার মা-কে জন্ম দেওয়ার জন্য, দিদাকে ধন্যবাদ সারার।
মাদার্স ডে-তে মা অমৃতাকে উৎসর্গ করে ছবি। দেখুন, মা-মেয়ের কত মিল!
জীবনের চড়াই-উতরাইতে বন্ধুরা সবসময় থেকেছেন পাশে। তাই মজা করে সারার পোস্ট - “Through thick and thin (Literally) Known you for 8,395 Din.. Thick as thieves, close as Kin If you two are my friends I’ll always Win.”
টিন-এজেও লহেঙ্গা চোলির প্রতি সারার আকর্ষণ কমেনি।
বন্ধুদের সঙ্গে লহেঙ্গা চোলিতে মিষ্টি সারা।
ট্র্যাডিশনাল সাজের প্রতিই সারার বেশি ঝোঁক।
সারার সব সময়ের সঙ্গী ভাই ইব্রাহিম। ভূত সাজে ইব্রাহিম, আর তাকে জড়িয়ে ধরে আছেন সারা। ছবি হ্যালো অ্যাপ থেকে নেওয়া।
ছোট থেকে বড় হয়ে গেলেও সর্বদা পাশে পেয়েছেন বন্ধুদের।
এখন তিনি বলিউডের হার্টথ্রব। তবে ছোট্ট বেলা থেকেই মিষ্টি দেখতে ছিলেন সারা। আর বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসতেন। সম্প্রতি ইনস্টাগ্রামে সারা শেয়ার করেছেন দুই বান্ধবী ঈশিকা ও বেদিকার সঙ্গে কিছু ছবি।