মা অমৃত সিংহ ও ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ফটোশ্যুট সারা আলি খানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2018 11:07 AM (IST)
মুম্বই:বলিউড তারকা সইফ আলি খান ও অমৃতা সিংহর মেয়ে সারা আলি খানের একটি ফটোশ্যুট ঘিরে আগ্রহ অনুরাগী মহলে। এই ফটোশ্যুট কোনও খোলামেলা ছবির নয়। আসলে সারা ফটোশ্যুটটি করেছেন তাঁর মা অমৃতা সিংহ ও ডিম্পল কাপাডিয়ার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই ফটোশ্যুট অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে। ছবিতে তিনজনকেই চিরাচরিত পোশাকেই দেখা গিয়েছে। সারাকে ট্রাডিশনাল পোশাকে এর আগেও দেখা গিয়েছে।