Sara-Kartik: 'কার্তিককে মিস করেন?' আইফার মঞ্চে উড়ে এল প্রশ্ন, জবাবে যা বললেন নবাব কন্যা সারা

Sara-Kartik Update: দুবাইয়ে এ বছর আইফা-র (IIFA Awards) আসর বসেছে। সলমন খান, শাহিদ কপূরের মতো এ লিস্টের তারকাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন সারাও।

Continues below advertisement

মুম্বই: সিনেমা শিল্প ব্যবসা নির্ভর বলে মানতে আপত্তি নেই। কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকে মনও। সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে সমীকরণের কথা জনতে চাইলে সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন ‘জেন জি’-র হার্টথ্রব কার্তিক আরিয়ান (Kartik Aryan)। এ বার আইফা পুরস্কারের (IIFA Awards) মঞ্চে কার্তিককে নিয়ে প্রশ্ন সামাল দিতে হল নবাব-কন্যা সারাকেও (Bollywood News)।

Continues below advertisement

কার্তিককে নিয়ে প্রশ্ন সারাকে

দুবাইয়ে এ বছর আইফা-র (IIFA Awards) আসর বসেছে। সলমন খান, শাহিদ কপূরের মতো এ লিস্টের তারকাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন সারাও। সেখানেই সবুজ গালিচায় পা রাখতেই কার্তিককে নিয়ে প্রশ্ন ধেয়ে এল সারার দিকে। প্রথমে কার্তিকের ছবি ‘ভুল ভুলাইয়া-২’-র সাফল্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় তাঁর। জবাবে সারা বলেন, 'সকলকে অনেক অনেক অভিনন্দন। ইন্ডাস্ট্রিতে যারই ছবি হিট হোক না কেন, আমরা সকলেই খুশি হই।'

এর পরই সারার দিকে মোক্ষম প্রশ্নটি ছুড়ে দেন জনৈক সাংবাদিক। জানতে চান, ‘কার্তিককে মিস করছেন কি?’ কিন্তু কার্তিকের ছবি নিয়ে কথা বললেও, কার্তিকের প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতি নিয়ে রা কাড়েননি সারা। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে নিরাপদ দূরত্বে সরে যান তিনি। 

পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এ প্রথম কার্তিক সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেন সারা। বাবা সেফ আলি খানের পাশে বসেই জানান, কার্তিককে তিনি পছন্দ করেন। সুযোগ পেলে তাঁর সঙ্গে প্রেম করতে চান। এর পর কার্তিক এবং সারার মধ্যে কিউপিডের ভূমিকায় দেখা যায় রণবীর সিংহকে। এক অনুষ্ঠানে দু’জনের আলাপ করিয়ে দেন তিনি।

এর কিছু দিন পরই পরিচালক ইমতিয়াজ আলি কার্তিক এবং সারাকে নিয়ে ‘লভ আজকাল’ ছবির ঘোষণা করেন। সেই ছবির শ্যুটিংয়েই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতার সূচনা। ছবিরে সেট থেকে উঠে আসা টুকরো ভিডিওয় ক্রিকেট খেলতে দেখা যায় দু’জনকে। সেখানে আশেপাশের লোকজনকে সারাকে ‘ভাবি’ অর্থাৎ বৌদি বলেও সম্বোধন করতে শোনা যায়।

আরও পড়ুন: Jamai Shosthi: কালিকাপুরে নিজের বাড়িতেই শাশুড়ির রান্নায় মজলেন বিশ্বনাথ বসু

এখানেই শেষ নয়, নিভৃতে নৈশভোজ হোক, বা হোটেলে হাতে হাত রেখে ঘোরা, বি-টাউনের নতুন যুগলের তকমা বসে যায় কার্তিক এবং সারার নামের পাশে। সারার ফ্যাশন শোয়ে তাঁর ভাই ইব্রাহিমের পাশে বসে সারাকে উৎসাহিত করতেও দেখা যায় কার্তিককে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দু’জনের সম্পর্কে ছেদ পড়ে বলে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলোও করে দেন তাঁরা।

তার পর থেকে আর কার্তিককে নিয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায়নি সারাকে। বরং কস্মিনকালে কোথাও পুরনো প্রসঙ্গ উঠে এলেও, এড়িয়ে যেতে দেখা যায় সারাকে। একবার কার্তিককে ‘ফ্লার্ট’ বলেও উল্লেখ করেন তিনি। তাহলে কি ছবির প্রচারের জন্যই ঘনিষ্ঠতা সকলের সামনে তুলে ধরছিলেন তাঁরা? প্রশ্নের জবাব সম্প্রতি নিজেই দেন কার্তিক। জানান, অভিনেতা হলেও, তাঁরাও মানুষ। তাঁদেরও মন রয়েছে। সবকিছু ব্যবসার মধ্যে পড়ে না। 

Continues below advertisement
Sponsored Links by Taboola