করাচি: সর্বজিৎকে তখনও চায়নি পাকিস্তান। চাইল না এখনও।

পাকিস্তানের কোনও ডিস্ট্রিবিউটরই ‘সর্বজিৎ’-এর পরিবেশনে রাজি নন। তাঁদের দাবি, ছবিটিতে বক্স অফিসে হিট হওয়ার মশলা নেই। তা ছাড়া পাক বিরোধিতা রয়েছে বলেও মনে করছেন তাঁরা। পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সরস এ কথা জানিয়েছে। এখনও পর্যন্ত কোনও পরিবেশকই ছবিটির দায়িত্ব নিতে রাজি হননি বলে জানিয়েছে তারা।

বোর্ড জানিয়েছে, পাকিস্তানে নিয়ম হল, কোনও ভারতীয় ছবি বাজারে ছাড়তে হলে প্রথমে আগ্রহী পরিবেশক সংস্থা সে দেশের তথ্য মন্ত্রকের দ্বারস্থ হয়। তখন তথ্য মন্ত্রক ছবিটির বিষয় পর্যালোচনা করার দায়িত্ব দেয় সেন্সর বোর্ডকে। সেখান থেকে ছাড়পত্র পেলে তা তথ্য মন্ত্রককে জানাতে হয়। তারা তখন বাণিজ্য মন্ত্রকের কাছে জানতে চায় ছবিটি আনা যাবে কিনা। কিন্তু ‘সর্বজিৎ’-এর ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও ডিস্ট্রিবিউটরই ছবিটির পরিবেশনের দায়িত্ব চায়নি, সম্ভবত এর বিষয়বস্তুর জন্যই।

স্থানীয় এক পরিবেশক জানিয়েছেন, সকলেই জানেন, ‘সর্বজিৎ’-এ পাকিস্তান বিরোধী বিষয় আছে। তাই আর কেউ ঝুঁকি নিতে রাজি হননি।

রণজিৎ হুডা ও ঐশ্বর্যা রাই অভিনীত ‘সর্বজিৎ’-এ পাকিস্তানের জেলে বন্দি থাকা সর্বজিৎ সিংহের জীবন ও মৃত্যুর কথা বলা হয়েছে। একই সঙ্গে তুলে ধরা হয়েছে তাঁকে উদ্ধার করতে তাঁর বোন দলবীর কৌরের জীবনপণ করার চিত্র।