বিপ্লবী উধম সিংহ ইংল্যান্ডে গিয়ে মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন। ১৯১৯-এ জালিয়ানওয়ালাবাগ গণহত্যার সময় এই ও ডায়ার পঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। সেখানেই তাঁর ফাঁসি হয়। সর্দার উধম সিংহ-র চিত্রনাট্য লিখেছেন শুভেন্দু ভট্টাচার্য ও ঋতেশ শাহ। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। উধম সিংহের জীবনী ছাড়াও ভিকির হাতে আপাতত রয়েছে কর্ণ জোহরের তখত ও একটি নাম ঠিক না হওয়া ভয়ের ছবি। এছাড়া মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক সারে জাঁহা সে আচ্ছা-য় শাহরুখ খানের জায়গায় তিনি আসতে পারেন বলে শোনা যাচ্ছে। ভিকি কৌশল এবার বিপ্লবী উধম সিংহ, দেখুন তাঁর ফার্স্ট লুক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2019 12:52 PM (IST)
উরি-র সৈনিক ভিকি কৌশল এবার বিপ্লবী উধম সিংহের চরিত্রে। পরিচালনায় সুজিত সরকার। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।
মুম্বই: উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক সুপার ডুপার হিট। এবার ভিকি কৌশলকে দেখা যাবে বিপ্লবী উধম সিংহের ভূমিকায়। সুজিত সরকার পরিচালিত এই ছবির নামও সর্দার উধম সিংহ, আপাতত রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে ছবিটির শ্যুটিং হচ্ছে। আজ মুক্তি পেয়েছে উধম সিংহরূপী ভিকির ফার্স্ট লুক।