আজ মুক্তি পেয়েছে উধম সিংহরূপী ভিকির ফার্স্ট লুক।
বিপ্লবী উধম সিংহ ইংল্যান্ডে গিয়ে মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন। ১৯১৯-এ জালিয়ানওয়ালাবাগ গণহত্যার সময় এই ও ডায়ার পঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। সেখানেই তাঁর ফাঁসি হয়।
সর্দার উধম সিংহ-র চিত্রনাট্য লিখেছেন শুভেন্দু ভট্টাচার্য ও ঋতেশ শাহ। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।
উধম সিংহের জীবনী ছাড়াও ভিকির হাতে আপাতত রয়েছে কর্ণ জোহরের তখত ও একটি নাম ঠিক না হওয়া ভয়ের ছবি। এছাড়া মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক সারে জাঁহা সে আচ্ছা-য় শাহরুখ খানের জায়গায় তিনি আসতে পারেন বলে শোনা যাচ্ছে।