কলকাতা: টলিউড থেকে বলিউড, দুই জায়গাতেই সমান সাবলীল বিচরণ তাঁর। সদ্য বাংলায় 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির প্রচার সেরেই তিনি পাড়ি দিয়েছেন হিমাচল প্রদেশে। হিন্দি ছবির কাজে। সিমলার একটি পাঁচতারা হোটেলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তিনি। শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। ফেলুদার প্রসঙ্গ টেনে নস্ট্যালজিক তাঁর কলম।
সোশ্যাল মিডিয়ায় আজ হোটেল ওয়াইল্ড ফ্লাওয়ার হল-এর ৩টি ছবি পোস্ট করেন শাশ্বত। নীল আকাশের নিচে সেই পাঁচতারা হোটেল যেন রহস্যময় কোনও দুর্গ। সেই ছবি শেয়ার করে শাশ্বত লিখেছেন, 'এই জায়গাটা, এই হোটেলটা আমায় ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যখন আমি সত্যজিৎ রায়ের 'বাক্স রহস্য' গল্পে এই হোটেলের কথা পড়েছিলাম। সেই একই হোটেলে থাকা আমার কাছে একটা দারুণ ব্যাপার। হোটেলের চারদিকের সৌন্দ্যর্য্যে আমি মুগ্ধ।'
আরও পড়ুন:মাধুরী-তাপসীদের সঙ্গে পর্দা ভাগ, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ স্বস্তিকার
শাশ্বতর ছবি আর জীবন ঘিরে এখন কেবল পাহাড় আর পাহাড়। নতুন ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র শ্যুটিং হয়েছে দার্জিলিংয়ে। ছবির নামেই পাহাড়, ব্যক্তিগত জীবনে সবচেয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের সমুদ্র বেশি প্রিয় না পাহাড়? অভিনেতা বলছেন, 'ছোটবেলার বেশিরভাগ সমুদ্রেই যেতাম। কিন্তু বয়স যত বাড়ছে, পাহাড়ের শান্তিটা আমায় খুব টানে। আর ভালো লাগে জঙ্গল। এই ছবিতে পিছনে সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে। বহুবার দার্জিলিং গিয়েছি আমি। কিন্তু এবার রোদ ওঠা, সোনালি আভায় কাঞ্চনজঙ্ঘার সেজে ওঠা থেকে শুরু করে রাতের অন্ধকারে গাঢ় হয়ে নেমে আসা সবটাই দেখা গিয়েছে স্পষ্ট। প্রতিদিন। মেঘের চিহ্নমাত্র নেই। ১৭ দিন টানা কাঞ্চনসঙ্ঘা আমি এত বছরে কখনও দেখিনি।'
কেবল টলিউড নয়, সমানতালে বলিউডেও কাজ করছেন শাশ্বত। অভিনেতা হিসেবে এই দুই ইন্ডাস্ট্রির কোনও তফাৎ নজরে পড়ে? একটু হেসে শাশ্বত বললেন, 'বলিউডে বাজেট বেশি, লোকসংখ্যা বেশি। কিন্তু বাংলায় প্রতিভা অনেক বেশি। কেবল বাঙালিদের 'ঠিক আছে হয়ে যাবে' ধরণের একটা মনোভাব আছে। সেটা না থাকলে আমরা, বাঙালিরা কোনও অংশে কম নই।'
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">