কলকাতা: শ্যুটিংয়ের ফাঁকে একটু অবসর। মাথায় টুপি, গায়ে জ্যাকেট পরে ছাতার নিচে বসে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তাঁর কোলে পরম যত্নে রয়েছে ছোট্ট একটা কুকুরছানা। অভিনেতার জ্যাকেট নিয়ে খেলায় মগ্ন সে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি আপলোড করলেন শাশ্বত। তাঁর লেখা ছোট্ট ক্যাপশানে মুগ্ধ নেটদুনিয়া। 

Continues below advertisement

আজ সকালে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি আপলোড করেছেন শাশ্বত। সেখানে দেখা যাচ্ছে, শ্যুটিংয়ের ফাঁকে শাশ্বত। মাথায় টুপি, গায়ে জ্যাকেট পরে ছাতার নিচে বসে রয়েছেন অভিনেতা। তাঁর কোলে পরম যত্নে রয়েছে ছোট্ট একটা কুকুরছানা। অভিনেতার জ্যাকেট নিয়ে খেলায় মগ্ন সে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি আপলোড করলেন শাশ্বত। অভিনেতা লিখেছেন, 'আপনাদের পরিচয় করিয়ে দিই এই এক ঝাঁক খুশির সঙ্গে। ওদের সঙ্গে কাটানো প্রত্যেকটা দিনই ভালো এবং সুন্দর দিন।' (Met this little bundle of joy. With them every day is a ‘pawsitive’ day and a good day)

আরও পড়ুন: যদি ভাইরাসে পরিণত হয় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় শব্দ 'ফোমো'? আসছে 'টিকিল্যান্ড'

Continues below advertisement

সম্প্রতি প্রয়াত হয়েছেন নারায়ণ দেবনাথ। প্রিয় লেখক ও কার্টুনিস্টের মৃত্যুতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন শাশ্বত চট্টোপাধ্যায়। একটি ছবি ভাগ করে নেন তিনি। সেখানে দেখা যায়, টেবিলে বসে লিখছেন নারায়ণ দেবনাথ। আর তার চারদিকে তাঁরই সৃষ্টি করা বিভিন্ন চরিত্রের ছবি। কোথাও হাঁদা ভোঁদা, কোথায় বাঁটুল দি গ্রেট, বেড়াল বাহাদুর বা নন্টে ফন্টে। এই ছবিটি শেয়ার করে শাশ্বত লিখেছেন, 'তিনি ছিলেন আমাদের কয়েক প্রজন্মের ছোটবেলার সঙ্গী। তাঁর সৃষ্টি আমাদের কাছে অমর হয়ে থাকবে। একটি যুগের সমাপ্তি। ওনার আত্মার শান্তি কামনা করি।'

২১ তারিখ মুক্তি পেয়েছে শাশ্বত অভিনীত ছবি 'স্বস্তিক সংকেত'। ছবি মুক্তির আগের দিন সোশ্যাল মিডিয়ায় ছবির একটি অংশ ভাগ করে নেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সেখানে দেখা যায়, তাঁর চোখে গোল চশমা, মাথায় টাক। একটি টেবিলে গম্ভীর মুখে বসে রয়েছেন তিনি। ছবিটি শেয়ার করে শাশ্বত লেখেন, 'আগামীকাল মুক্তি পাচ্ছে স্বস্তিক সংকেত'। আপনার সবচেয়ে কাছের প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটি দেখুন।'