কলকাতা: ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে শাশ্বত চট্টোপাধ্য়ায়ের নতুন ছবির পোস্টার। আর আজ অভিনেতা নিজেই প্রকাশ্য়ে আনলেন ছবির একটি মোশান ভিডিও ও আর একটি নতুন পোস্টার। ভিডিওতে দেখা যাচ্ছে, সেই চেনা ঢঙে গাড়ি থেকে নামছেন অভিনেতা। আর মাটিতে পা পড়ার সঙ্গে সঙ্গেই যেন প্রলয় আসছে। ভিডিওর ক্য়াপশানে অভিনেতা লিখেছেন, 'আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!'। পাশাপাশি নতুন পোস্টারের ক্য়াপশানে শাশ্বত লিখেছেন, 'সাবধান...সে ফিরছে...'।
জি ফাইভের (Zee5) নতুন অরিজিন্যাল কনটেন্টের তালিকা প্রকাশ হয়েছিল গত বছর ডিসেম্বরে। প্রত্যেক মাসে নতুন নতুন কনটেন্ট দেওয়ার কথা ঘোষণা করা হয় তখনই। তাতেই মিলেছিল ঝলক। এবার প্রকাশ্যে এল সিরিজের পোস্টার।
রাজ চক্রবর্তীর পরিচালনায় ওটিটিতে আসছে 'প্রলয়'
২০১৩ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'প্রলয়'। সেই ছবিতে পুলিশ অফিসার অনিমেষ দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই ছবি মুক্তির ঠিক দশ বছর পর 'প্রলয়'-এর দ্বিতীয় ভাগ নিয়ে ওটিটিতে হাজির হচ্ছেন রাজ চক্রবর্তী (raj Chakraborty)। সিরিজের নাম 'আবার প্রলয়' (Abar Proloy)।
আরও পড়ুন...
বৃষ্টির মরশুমে স্ন্য়াকস খেতে ইচ্ছে করছে? বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই সহজ রেসিপিগুলি
আজ সকাল থেকে একের পর এক একটি ভিডিও ও একটি পোস্টার আসে প্রকাশ্যে। আগের পোস্টারে সুন্দরী গাছের জঙ্গলে ঘেরা নদীতে নৌকার অংশ দেখা যাচ্ছিল। দ্বিতীয় পোস্টারেও ছিল একই বার্তা, ছবিতে নোঙর করে রাখা নৌকা। এরপর প্রকাশ্যে এসেছিল তৃতীয় পোস্টার। যেখানে দেখা গেছিল শাশ্বত চট্টোপাধ্যায়ের, তবে সম্পূর্ণ নয়। অভিনেতার পোস্ট থেকে পরিষ্কার লেদার জ্যাকেট, জিন্স, বুট পরে পকেটে হাত দিয়ে দাঁড়ানো ভদ্রলোক শাশ্বতই। ক্যাপশনে লেখা, 'এবার সে ফিরছে, আপনারা তৈরি তো?' পোস্টারের পিছনে উল্টে পড়ে রয়েছে চেয়ার, দেখে বোঝাই যাবে 'ঝড়' বয়ে গেছে সেখানে।
তবে পোস্টারে শাশ্বতর কায়দা দেখে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন 'ভূতের ভবিষ্যত'-এর হাতকাটা কার্তিকের। অনেক অনুরাগীই কমেন্টে লিখেছেন তাঁরা 'আবার প্রলয়'-এর অপেক্ষায় রয়েছেন। সিরিজ মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই যে মুক্তি পাবে এই সিরিজ তা বলাই বাহুল্য।
জি ফাইভের নতুন কনটেন্ট ঘোষণার সময় পরিচালক রাজ চক্রবর্তী বলেন, 'OTT থেকে প্রচুর কনটেন্ট বাছাইয়ের সুযোগ থাকছে দর্শকের। আমি আনন্দিত ZEE5 Global-এর সঙ্গে যুক্ত হতে পেরে যারা প্রভাবিত করতে পারে এমন, খাঁটি এবং সমঅনুভূতি সম্পন্ন গল্প বলায় বিশ্বাস করে। 'আবার প্রলয়' তেমনই এক গল্প। এই ওয়েব সিরিজটি শুধুমাত্র গভীর গল্প বলবে তাই নয়, মারাত্মক এক অপরাধ ও সামাজিক দৈত্যের কাহিনিকে নিপুণভাবে তুলে ধরবে।' এখন দর্শক অপেক্ষায় সিরিজের মুক্তির তারিখ ঘোষণার।