কলকাতা: অভিনেতা পরিচালক সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যু হয়েছে হৃদরোগে। ময়নাতদন্তের পরে জানালেন চিকিৎসকেরা। নয়াদিল্লির ফর্টিজ হাসপাতালে নিয়মমাফিক ময়নাতদন্ত করা হয়েছিল অভিনেতা পরিচালকের। এরপরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় দিন দয়াল উপাধ্যায় হাসপাতালে (Deen Dayal Upadhyay Hospital)।
এএনআই সূত্রে খবর, সতীশ কৌশিকের পোস্টমর্টেম শেষ হয়ে গিয়েছে। তাঁর শরীরে কোনওরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, হোলি খেলার পরে রাত ১১টা নাগাদ হঠাৎ অসুস্থবোধ করেন সতীশ কৌশিক। তাঁকে তখনই গুরুগ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতা পরিচালকের। তাঁর শরীরে কোনওরকম আঘাত পাওয়া যায়নি। শরীরে পাওয়া যায়নি কোনওরকম অ্যালকোহল বা অন্যান্য মাদকদ্রব্য। আপাতত হাসপাতালে রয়েছে তাঁর দেহ। সতীশ কৌশিকের দেহকে এরপর আনা হবে মুম্বইতে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য।
৯ তারিখ সকাল হতেই মনখারাপ করা খবর ছড়িয়ে পড়ল বলিউডে। শুধু কী বলিউড? খবর আর মনখারাপ ছড়িয়ে পড়ল অনুরাগীদের মধ্যেও। যিনি অভিনয় দিয়ে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, আবার পরিচালক হয়ে উপহার দিয়েছেন দারুন সব ছবি, সেই শিল্পীর হঠাৎ প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না কেউই। মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)।
সোশ্যাল মিডিয়ায় প্রথম এই খবর শেয়ার করেছিলেন প্রয়াত সতীশের প্রিয় বন্ধু অনুপম খের। তিনি লিখেছিলেন, 'আমি জানি মৃত্যুই জীবনের সবচেয়ে বড় সত্যি। কিন্তু আমি স্বপ্নেও কখনও ভাবিনি, জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুর সম্পর্কে আমি এই কথা লিখব। আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সতীশ কৌশিক আর বেঁচে নেই। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।'