Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি (Samsung Galaxy M14 5G) ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। স্যামসাং সংস্থার তরফে যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের ভারতীয় ওয়েবসাইটের সাপোর্ট পেযে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান স্যামসাং গ্যালাক্সি এই 'মোস্ট অ্যাফোর্ডেবল ৫জি' ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এর আগে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন ইউক্রেনে লঞ্চ হয়েছিল। অনুমান করা হচ্ছে, ভারতে এই ফোনের দাম ২০ হাজার টাকার কম থেকেই শুরু হবে। নীল, গাঢ় নীল এবং রুপোলি রঙে স্যামসাং গ্যালাক্সির এই ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে কারণ এই রঙেই ইউক্রেনে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন। 


স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • ডুয়াল সিমের স্লট থাকতে পারে এই ফোনে। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হতে পারে স্যামসাংয়ের আসন্ন ফোন। 

  • এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির PLS LCD ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচড প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। 

  • স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এআই ফেস আনলক ফিচারও থাকতে পারে। 


Poco Smartphone: পোকো এক্স৫ ৫জি সিরিজ (Poco X5 Series) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে রয়েছে পোকো এক্স৫ ৫জি (Poco X5 5G) এবং পোকো এক্স৫ প্রো ৫জি (Poco X5 Pro 5G) ফোন। এই দুই ফোনেই থাকতে চলেছে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট। এছাড়াও 'প্রো' মডেলে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। আর পোকো এক্স৫ ৫জি বেস মডেলে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। পোকো এক্স৫ ৫জি প্রো ফোন ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। এবার আসছে ভ্যানিলা মডেল। সম্ভবত আগামী সপ্তাহেই পোকো এক্স৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান, ১৩ থেকে ১৮ মার্চের মধ্যে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। 


আরও পড়ুন- বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাহত ইনস্টাগ্রাম পরিষেবা, অবশেষে মিলল স্বস্তি