নয়াদিল্লি: ট্রেনযাত্রায় ক্যাটেরিং সার্ভিস সহ যাত্রীদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা শীঘ্রই চালু করতে চলেছে পেল। সংবাদনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) খুব শীঘ্রই ট্রেন যাত্রার সময় ক্যাটারিং সহ অন্যান্য সুবিধা চালু করতে চলেছে। 


আইআরসিটিসি সূত্রে খবর, যাত্রীদের জন্য এই সব সুযোগ-সুবিধা ফের চালু করার কথা বিবেচনা করছে রেল। করোনাভাইরাস জনিত অতিমারীর কারণে এই সব পরিষেবা স্থগিত রেখেছিল রেল। সূত্রের খবর, এ ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী সপ্তাহেই একটি বৈঠক ডাকতে চলেছেন।  এই বৈঠকে ট্রেন যাত্রকালীন কিচেন, ক্যাটারিং পরিষেবা, বিছানার চাদর ও কম্বল প্রদানের মতো পরিষেবা ফের চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।  


২০২০-র মার্চ থেকে রেল ফুড ক্যাটারিং বিজনেস এবং বিছানা ও কম্বল সরবরাহ সহ অন্যান্য পরিষেবা বন্ধ করে দেয়। করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা মোকাবিলায় ওই সময় দেশজুড়ে লকডাউন জারি হয়েছিল। 


যাত্রী, এমনকী, রেলের কর্মীদেরও চাহিদার কথা মাথায় রেখে ওই পরিষেবাগুলি ফের শুরু করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।  ক্যাটারিং পরিষেবা বন্ধ হওয়ায় অনেকেই কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে চলতি বছরের অগাস্টে ই-ক্যাটারিং পরিষেবা চালু করে রেলওয়ে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্যাটেরিং পরিষেবা সংক্রান্ত বিষয়ে রেল একটি সমীক্ষাও করেছে। প্রায় ২০ হাজার যাত্রীর ওপর এই সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় ৮০ শতাংশ যাত্রীই প্যাকেজজাত খাবারের থেকে রান্না করা খাবারের পক্ষে সওয়াল করেছেন। আইআরসিটিসি-র ওয়েবসাইটে প্রায় ৫০০-র বেশি রেস্তোঁরার উল্লেখ রয়েছে। 


আইআরসিসিটি-র অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে খাবার অর্ডার করতে হয়-


-আইআরসিটিসি-র ইক্যাটারিং অফিসিয়াল www.ecatering.irctc.co.in/ ওয়েবসাইটে যেতে হবে


-দশ অঙ্কের পিএনআর নম্বর এন্টার করে অ্যারো-তে ক্লিক করতে হবে


- ক্যাফে, আউটলেট ও কুইক সার্ভিস রেস্তোরায় খাবার বেছে নিতে হবে


-অর্ডার দিয়ে পেমেন্ট মোড বেছে নিতে হবে


-অর্ডার দিলে খাবার যাত্রীর আসন বা বার্থে পৌঁছে যাবে