মুম্বই: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মুম্বইয়ের (NCB Mumbai) প্রাক্তন জোনাল ডিরেক্টর (Former Zonal Director), সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) শনিবার হাজিরা দিলেন সিবিআই অফিসে (CBI)। আরিয়ান খান মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়। সিবিআই অফিসে ঢোকার সময় সাংবাদিকরা যখন তাঁর সঙ্গে কথা বলতে চান, তিনি কেবল দুটি শব্দ উচ্চারণ করেন, 'সত্যমেব জয়তে' (Satyameva Jayate)। অর্থাৎ যা সত্য, তারই জয় হবে শেষ পর্যন্ত।


সিবিআই অফিসে হাজিরা সমীর ওয়াংখেড়ের


শনিবার জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসে তলব করা হয় সমীর ওয়াংখেড়েকে। প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, 'সত্যমেব জয়তে'। যাঁর অর্থ দাঁড়ায় যা সত্য তা প্রকাশ্যে আসবে এবং শেষ পর্যন্ত জয় হবে সত্যেরই।


 






শুক্রবার বম্বে হাইকোর্ট কর্ডেলিয়া ক্রুজ মাদক কাণ্ড সংক্রান্ত দুর্নীতির মামলায় ২২ মে পর্যন্ত সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেওয়ার পরেই এই ঘটনা ঘটে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় জড়িত না করার জন্য তারকার থেকে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন ওয়াংখেড়ে, এই অভিযোগের বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) এফআইআর বাতিল করার জন্য একটি পিটিশন দায়ের করেছিলেন তিনি।


বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁকে গ্রেফতার করার যিনি মূল হোতা ছিলেন, তিনি হলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তথ্যপ্রমাণের অভাবে, ২২ দিন জেলে কাটানোর পরে ছাড়া পান আরিয়ান। তার পরে সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছে। আর এবার মুম্বইয়ের একটি সংবাদসংস্থা প্রকাশ্যে এনেছে শাহরুখ ও সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট।


শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। কিং খানের প্রত্যেকটা মেসেজেই ঝরে পড়ছে আকুতি। শাহরুখ লিখছেন, 'সমীর সাব, আমি কি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি? আমি জানি এটা হয়তো আইনসম্মত নয়, অফিসিয়ালি অনুচিতও। কিন্তু আমি তো একজন বাবা। আপনার সঙ্গে দয়া করে একটু কথা বলতে পারি প্লিজ?'


আরও পড়ুন: Swimming: সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কেমন সুইমিং পুল বেছে নেওয়া উচিত ?


এখানেই শেষ নয়, একদিন মাঝরাতে মেসেজ করে শাহরুখ লিখেছিলেন, 'এত রাতে আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আমি দয়া ভিক্ষা করছি আপনার কাছে।'


বার বার বার্তা গিয়েছে সমীরের কাছে। তবে বৃথা হয়েছিল শাহরুখের যাবতীয় আকুতি। সে সময়ে সেই সমস্ত মেসেজ খুলেও দেখেননি সমীর। তবে আরিয়ান জেল থেকে ছাড়া পেয়েছিলেন প্রমাণের অভাবেই। চার্জশীট পেশ করে জানানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে মাদক নেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।