কলকাতা: মুক্তির অপেক্ষায় সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) ও 'নমহ পিকচার্স'র (Namah Pictures) আগামী ছবি 'সত্য প্রেম কি কথা' (Satyaprem Ki Katha)। মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণীকে (Kiara Advani)। বলিউডসূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ২৭জুন মুক্তি পাচ্ছে এই ছবির গান 'নসিব সে'। তার আগে আজ মুক্তি পেয়েছে গানের টিজার। যা ইতিমধ্যেই পছন্দ করেছে দর্শক।  গানটির সুর করেছেন পায়েল দেব। গেয়েছেন পায়েল দেব ও বিশাল মিশ্র। পাশাপাশি গানটির কথা লিখেছেন এ.এম. তুরাজ।



 ইতিমধ্য়েই শেষ হয়েছে ছবির শ্য়ুটিং। বলিউডসূত্রে খবর, একটি গানের শ্যুটিং-এর মধ্য়ে দিয়ে শেষ হয়েছে এই ছবির শ্য়ুটিং। খুব বড় পরিসরে হয়েছে এই গানের শ্য়ুটিং। মুম্বইয়ের একটি দ্বীপে শ্যুট করা হয়েছে এই গানের। জানাযাচ্ছে, এই গানের কোরিওগ্রাফ করেছেন বস্কো মার্টিস। গানটিতে প্রচুর সংখ্যক ব্যাকগ্রাউন্ড ড্যান্সারও রয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ পেশাদার কথাকলি নৃত্যশিল্পীও।


আরও পড়ুন...


ত্বক ভাল রাখতে কীভাবে ব্যবহার করবেন তরমুজ?


প্রসঙ্গত, সদ্যই সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার শেয়ার করে নিয়েছেন কলাকুশলীরা। সেখানে যেমন ফুটে উঠছে প্রেমের রসায়ন, তেমনই আবার দেখা যাচ্ছে সম্পর্কের টানাপোড়েনও। ২৯ জুন মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবির হাত ধরে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী (Kiara Advani) দ্বিতীয়বার একসঙ্গে জুটি বেঁধেছেন। ২০২২ সালে তাঁদের একসঙ্গে ছবি 'ভুল ভুলাইয়া ২' বিপুল সাফল্য লাভ করে। এদিন প্রকাশ্যে আসা ছবির নিরিখে মনে করা হচ্ছে দুর্দান্ত নাচের ভিডিওয় দেখা যাবে কিয়ারাকে। 'সত্য প্রেম কি কথা' ছাড়াও কিয়ারা আডবাণী (Kiara Advani) ও কার্তিক আরিয়ানের একগুচ্ছ ছবি রয়েছে পাইপলাইনে। হংসল মেহতার সঙ্গে কার্তিক আরিয়ান 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিটি করছেন। এছাড়া 'আশিকি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে তাঁকে দেখা যাবে। 


অন্যদিকে, ২০২২ সালে মুক্তি পায় কিয়ারা আডবাণীর (Kiara Advani) ছবি 'গোবিন্দা নাম মেরা', 'যুগ যুগ জিও' ও 'ভুল ভুলাইয়া ২'। এছাড়া রাম চরণের সঙ্গে তাঁকে দেখা যাবে একটি ছবিতে।  প্রসঙ্গত, 'সত্য প্রেম কি কথা' ছবির হাত ধরে নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট ও নমহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় আসছে। এছাড়া ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সমীর বিদ্বানস। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন।