কলকাতা: মুক্তি পেল 'সত্যপ্রেম কি কথা' (SatyaPrem Ki Katha) ছবির নতুন গান 'আজ কে বাদ'। গানটি গেয়েছেন মনন ভরদ্বাজ এবং তুলসী কুমার। এই গানের কথা কর্ণ শ্রীকান্ত শর্মার। এই ছবির হাত ধরে ফের পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণীকে (Kiara Advani)। মিউজিক্যাল রোম্যান্স (musical romance) ঘরানার এই ছবির লুক, সেট সবটাই বিপুল ও জমকালো, যা নজর টানবেই দর্শকের।


এই গানে উঠে এসেছে বিয়ের দৃশ্য়। এখানে কার্তিককে বেশ উচ্ছ্বসিত দেখালেও কিয়ারার একটু মনখারাপ। কেন? তা বোঝা যাবে ছবি মুক্তির পরই। প্রসঙ্গত, ২৯জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে  'সত্যপ্রেম কি কথা'।


উল্লেখ্য়, ছবির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকের উন্মাদনার পারদ চড়ছিল।  ছবির ট্রেলার দেখে মনে করা হচ্ছিল এটি আদ্যন্ত মনোরঞ্জকমূলক হবে। ট্রেলারে দেখা যাচ্ছিল কার্তিক আরিয়ানের চরিত্র নিজের জন্য পাত্রীর খোঁজে এবং কিয়ারা আডবাণীর মন গলানোর আপ্রাণ চেষ্টায় রয়েছে। গুজরাতি পরিবারের ছেলে কার্তিক যে এখনও কুমার। কিন্তু যেমন মনেই হবে, সব কিছু তো আর ভাল হতে পারে না। ট্রেলারের শেষ দিকে আভাস মেলে এমন কিছু রয়েছে কিয়ারা চরিত্র সম্পর্কে যা গোপন এবং যা হয়তো সর্বসমক্ষে বলাও যায় না সবসময়। সেই তথ্য জানাজানি হতেই হয়তো তোলপাড় হয়ে যায় জুটির জীবন। শুরু হয় রোম্যান্সের মধ্যে ড্রামা। গানের চিত্রায়ন অত্যন্ত ঝাঁ চকচকে, এবং তাতে মিলবে যশ রাজ রোম্যান্সের ছোঁয়া। 


আরও পড়ুন...


ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখার জন্য কী কী খাবার রোজ খেতে পারেন? রইল তালিকা


'সত্য প্রেম কি কথা' ছাড়াও কিয়ারা আডবাণী (Kiara Advani) ও কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) একগুচ্ছ ছবি রয়েছে পাইপলাইনে। হংসল মেহতার সঙ্গে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিটি করছেন। এছাড়া 'আশিকি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে তাঁকে দেখা যাবে। 


অন্যদিকে, ২০২২ সালে মুক্তি পায় কিয়ারা আডবাণীর (Kiara Advani) ছবি 'গোবিন্দা নাম মেরা', 'যুগ যুগ জিও' ও 'ভুল ভুলাইয়া ২'। এছাড়া রাম চরণের সঙ্গে তাঁকে দেখা যাবে একটি ছবিতে।  প্রসঙ্গত, 'সত্য প্রেম কি কথা' ছবির হাত ধরে নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট ও নমহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় আসছে। এছাড়া ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সমীর বিদ্বানস। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন।