কলকাতা: পূর্ণ দৈর্ঘ্যের ছবি (Full Length Movie) তৈরির ক্ষেত্রে অভিজ্ঞতা খুব বেশি না হলেও ইতিমধ্যেই পেয়েছেন সম্মান। '৬০-এর পরে' (60-Er Pore) ও 'বিজয়া দশমী' (Bijaya Dashami) ছবি দুটির জন্য 'দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডস'-এর (Dada Saheb Phalke Icon Awards) মঞ্চে সেরা পরিচালকের তকমা পেলেন সৌভিক দে (Souvik Dey)। 


পুরস্কৃত সৌভিক দে


ইতিমধ্যেই তৈরি করেছেন একগুচ্ছ শর্টফিল্ম। তারপরই বড় পর্দার জন্য তৈরি করেছেন ছবি। প্রথমে '৬০-এর পরে'। এরপর সম্প্রতি মুক্তি পেয়েছে 'বিজয়া দশমী'। চলতি বছর এই দুটি ছবির জন্যই 'দাদাসাহেব ফালকে আইকন' পুরস্কারে সম্মানিত হয়েছেন সৌভিক দে।


'৬০-এর পরে' ছবিতে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, অমিত শেঠি-সহ আরও অনেকে। অন্যদিকে 'বিজয়া দশমী'তে অভিনয় করেন রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। এই দুই ছবির হাত ধরেই 'দাদাসাহেব ফালকে আইকন' পুরস্কার পেলেন সৌভিক। কেমন অভিজ্ঞতা তাঁর। এবিপি লাইভকে পরিচালক বলেন, 'অসাধারণ অনুভূতি। আমি সত্যিই আশা করিনি যে এই পুরস্কার পাব। যাঁরা আমাকে বিশ্বাস করে এই কাজটা করতে সাহায্য করেছেন তাঁদের কাছে কৃতজ্ঞ। এই সাফল্যের ভাগীদার আমার সকল সহকর্মী। আশা করছি আমার আগামী যে দুটো ছবি লাইন-আপ করা আছে, সেই দুটিও এমনই সফল হবে।'


 






তবে শুধু বাংলা ছবির জগতেই নিজেকে আটকে রাখেননি সৌভিক, পা রেখেছেন হিন্দি ছবির জগতেও৷ সৌভিক দে-র পরিচালনায় আসতে চলেছে নতুন হিন্দি ছবি 'ওয়ার্ল্ড ইজ মাইন'। সেখানেও অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে৷ এছাড়া দেখা যাবে পাপিয়া অধিকারী, রমেশ গোয়েল, মঞ্জুরী মিশ্র, অমিত শেঠি-সহ বহু মঞ্চাভিনেতাকে। এছাড়া বাংলায় 'বরফি' নামের একটি ছবি তৈরি করতে চলেছেন এই নবীন পরিচালক।


আরও পড়ুন: ABP Exclusive: নতুন প্রজন্ম যে ধরনের গল্প চায়, তেমন ছবি করতে চাই: ঋষ