ছবিতে দেখুন রিয়া সেনকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Feb 2018 08:38 PM (IST)
1
১৯৯১-এ বলিউডে রিয়া শিশু শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
হিন্দি ছবি ছাড়াও রিয়া অভিনয় করেছেন তামিল, তেলুগু, মালয়ালম ছবিতেও।
3
রিয়ার জন্ম ১৯৮১-র ২৪ জানুয়ারি। ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ডের সঙ্গেও তাঁর বহু ছবি রয়েছে।
4
ইনস্টাগ্রামে রিয়া খুব পপুলার। সাড়ে তিন লাখের ওপর তাঁর ফলোয়ার। তাঁদের জন্য নিয়মিত ছবি পোস্ট করেন তিনি।
5
অভিনয়ের পাশাপাশি রিয়া মডেলিংও করেছেন।
6
স্টাইল ছবিতে রিয়ার রোল নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।
7
রিয়া কাজ করেছেন স্টাইল, দিল নে জিসে অপনা কহা, কয়ামত, তুম হো না, অপনা সপনা মানি মানি, হে বেবি-র মতো বেশ কিছু বলিউডি ছবিতে।
8
হালে বলিউড অভিনেত্রীর বেশ কিছু ছবি নিয়ে তুমুল চর্চা চলছে।
9
ছবিতে দেখছেন রিয়া সেনকে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -