আর এখন তাঁকে নিয়ে আবার খবর! বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়াকে তাঁর চুম্বনদৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
একটি পার্টিতে শিখরের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে জাহ্নবীকে।
খুব বেশি লোকে জানেন না, জাহ্নবীর বয়ফ্রেন্ড শিখরের ভাই বীর পাহাড়িয়া ডেট করছেন সারা আলি খানের সঙ্গে। এই সারা আর কেউ নন, তিনি বলিউডের ছোটে নবাব সেফ আলি খানের মেয়ে।