চরিত্র পাল্টে আরও মারাত্মক ডেঙ্গি, ৩ দিনে চার জনের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Aug 2016 06:00 AM (IST)
কলকাতা: ডেঙ্গিতে ৩ দিনে চারজনের মৃত্যু। উত্তর ও দক্ষিণ কলকাতা জুড়ে ছড়াচ্ছে রোগ। পরিস্থিতির ময়নাতদন্তে আজ নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে সাধারণ মানুষ। এদিকে চরিত্র পাল্টে আরও মারাত্মক ডেঙ্গি। সংক্রমিত হচ্ছে লিভার-গলব্লাডার। প্রতিরোধক্ষমতা কমছে দ্রুত। প্লেটলেট দিয়েও উন্নতি হচ্ছে ধীরে। সতর্ক করেছেন চিকিত্সকরা। এবারের ডেঙ্গিতে প্লেটলেট কাউন্ট থাকছে নিচের দিকে। দেখা যাচ্ছে ম্যাক্রোফ্যাজ অ্যাক্টিভেশন সিনড্রোম। প্রতিরোধ বাড়াতে গিয়ে অস্বাভাবিক আচরণ করছে শরীর। যা মৃত্যু পর্যন্ত ডেকে আনছে শরীরে ।