মুম্বই: করিনা কপূরের ৫ মাসের ছেলে তৈমুর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হিট। তুষার কপূরের ছেলে লক্ষ্যর জন্মদিনের পার্টিতে মায়ের কোলে ছোট্ট ছেলে সকলের নজর কেড়ে নেয়। আর এই হল তৈমুরের লেটেস্ট ছবি। কী, মিষ্টি না?