গোয়ায় ছুটি কাটাচ্ছেন গায়িকা নেহা, দেখুন তারই ঝলক...
সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
দেখুন তাঁর আরও কিছু ছবি
সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় নেহা। প্রায়ই নিজের বোল্ড ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন।
শরীরের বহু জায়গায় বিভিন্ন ট্যাটু করিয়েছেন নেহা।
সেখানে নেহা প্রত্যেক ছবির ক্যাপশনে একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করেছেন। তা হল-- তিনি সমুদ্রকে ভীষণই পছন্দ করেন।
এই ছবিগুলি দেখে একটা বিষয় পরিষ্কার। তা হল, নিজের শরীরকে ভীষণই ভালবাসেন নেহা।
নিজের ফিটনেস নিয়ে সদা-সচেতন নেহা এই ট্রিপে নিজের শরীর দারুনভাবে মেলে ধরেছেন।
তিনি এই পুরস্কার ‘জগ ঘুমায়া তেরে জ্যায়সা না কোই’ গানের জন্য জিতেছেন। গানটি সলমন খান অভিনীত ‘সুলতান’ ছবির।
এখানে বলে রাখা প্রয়োজন, ২০১৭ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা মহিলা নেপথ্যশিল্পীর পুরস্কার জেতেন নেহা।
ছবিগুলিকে নেহা ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে নিজের অনুরাগীদের কাছে তুলে ধরেছেন।
সম্প্রতি, নেহা ইনস্টাগ্রামে নিজের ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে বিকিনিতে দেখা গিয়েছে।
ছবিতে দেখতে পাচ্ছেন হিন্দি ছবির গায়িকা নেহা ভাসিনকে। বর্তমানে নেহা গোয়ায় ছুটি কাটাচ্ছেন। সেখানে নেহাকে ভীষণই বোল্ড অবতারে দেখা গিয়েছে।