মুম্বই: মুক্তি পেল আলিয়া ভট্টের আগামী ছবি রাজি-র ট্রেলার। ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলারে আলিয়ার চরিত্রের নানা দিক তুলে ধরা হয়েছে।

ছবিতে আলিয়ার নাম সহমত। বাবার কথায় দেশের হয়ে চরবৃত্তির জন্য পাকিস্তান যায় সে, সেখানে বিয়েও করে।



যে কাজের জন্য সে পাকিস্তানে গিয়েছে, তাতে কি সফল হবে সহমত? কী কী খোওয়াতে হবে তাকে? রাজি সেই গল্পই বলেছে।



ছবির পরিচালক মেঘনা গুলজার, প্রযোজক কর্ণ জোহর। ১৯৭১-এ ভারত-পাক যুদ্ধ চলাকালীন এক কাশ্মীরী তরুণীকে বিয়ে দিয়ে পাকিস্তানে পাঠানো হয়। তাঁর জীবনের ভিত্তিতে এগিয়েছে রাজি-র গল্প।

দেখুন ছবির ট্রেলারটি

[embed]

১১ মে মুক্তি পাবে রাজি।