নয়াদিল্লি: বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সীমা দেও (Seema Deo Passes Away)। বয়স হয়েছিল ৮১ বছর। অভিনেত্রীর ছেলে, জনপ্রিয় পরিচালক অভিনয় দেও (Abhinay Deo), এই দুঃসংবাদ দেন। হিন্দি (Hindi) ও মরাঠি (Marathi), দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তাঁর কাজ জনপ্রিয়তা লাভ করেছিল। 


প্রয়াত অভিনেত্রী সীমা দেও


'আনন্দ', 'কোশিশ' ও 'কোরা কাগজ' ছবির মতো একাধিক নামী ছবিতে অভিনয় করেছিলেন সীমা দেও। হিন্দি ও মরাঠি, দুই চলচ্চিত্র জগতেই তাঁর সফল কেরিয়ার। অশীতিপর অভিনেত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর দেন তাঁর ছেলে, পরিচালক অভিনয় দেও। বিগত প্রায় তিন বছর ধরে, সীমা দেও, অ্যালঝাইমার্সে আক্রান্ত ছিলেন। 


অভিনেত্রী ছেলে অভিনয় দেও এদিন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'বান্দ্রায় তাঁর নিজের বাড়িতেই সকাল সাড়ে ৮টা-৯টা নাগাদ বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর। তিনি সম্পূর্ণভাবেই হাল ছেড়ে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাঁর বার্ধক্য। অ্যালঝাইমার্স এমন একটি রোগ যেখানে আপনি বোধই কাজ করে না আর যে কীভাবে কাজকর্ম করতে হয়। তাঁর ডিমেনশিয়া ছিল যা অ্যালঝাইমার্সে পরিণত হয় এবং প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে তিনি ভুগছিলেন। মৃত্যুর নির্দিষ্ট কোনও কারণ নেই। ডিমেনশিয়া এবং অ্যালঝাইমার্সের ফলে মানুষ কীভাবে হাঁটতে হয় তাও ভুলে যান। মাসল মেমরি নিম্নগামী হতে থাকে এবং একে একে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা থামিয়ে দেয়।'


সীমা দেও তাঁর কর্মজীবনে আশিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর কাজের মধ্যে 'জগচ্যা পথিভার', 'বরদক্ষিণা' ও অন্যান্য মরাঠি ছবি উল্লেখযোগ্য। তাঁর শেষ অভিনীত ছবি ২০২১ সালে মুক্তি প্রাপ্ত মরাঠি ভাষায় 'জীবন সান্ধ্য', সেখানেও তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হন দর্শক। 


আরও পড়ুন: Bollywood News: আমিশা, সলমন, রীতেশ, সোনাক্ষী, বড়পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি রয়েছে কাদের?


অভিনেত্রী তাঁর সাফল্যের বেশিরভাগ কৃতিত্ব দিয়েছেন তাঁর মেন্টর রাজা পরানজাপেকে। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি আমার কেরিয়ারে যা যা জয় করেছি, তা সবটাই আমার গুরু রাজা পরানজাপের জন্য। তিনি আমাকে কেবল অভিনয় করাই শেখাননি, প্রাকৃতিকভাবে অভিনয় করার জন্য প্রবলভাবে ট্রেনিংও দিয়েছিলেন।'


সীমা দেওর স্বামী, অভিনেতা রমেশ দেও, গত বছর পরলোকে গমন করেন। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ১৯৬০ সালে বিয়ে হয় তাঁদের। সীমা দেওর দুই ছেলে, অভিনয় দেও ও আজিঙ্কা দেও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial