ট্রেন্ডিং





Selfiee Box Office Collection: ফের ব্যর্থ! প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'সেলফি'?
Selfiee: অভিনেতার অভিনীত সমস্ত ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসায় সবথেকে কম টাকার ব্যবসা করা ছবিগুলির তালিকায় জায়গা করে নিল 'সেলফি'।

মুম্বই: গত বছর থেকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড তারকা অক্ষয় কুমারের (Akshay Kumar)। গত বছর তাঁর মুক্তি পাওয়া 'রাম সেতু', 'রক্ষা বন্ধন', 'সম্রাট পৃথ্বীরাজ', 'বচ্চন পাণ্ডে' কোনও ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি। এমনকি সিনেমা হলে দর্শক না হওয়ার কারণে বহু ক্ষেত্রে ছবিগুলির শো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যায়। ব্যর্থ হলেও ছবিগুলির বক্স অফিস কালেকশনের শুরুটা অন্তত উল্লেখজনক হয়েছে। কিন্তু এবার তেমনও রিছু হল না। অভিনেতার অভিনীত সমস্ত ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসায় সবথেকে কম টাকার ব্যবসা করা ছবিগুলির তালিকায় জায়গা করে নিল 'সেলফি' (Selfiee)।
'সেলফি' বক্স অফিস কালেকশন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'সেলফি' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। ছবিটি মুক্তি পেয়েছে গতকাল অর্থাত ২৪ ফেব্রুয়ারি। তরণ আদর্শের পোস্ট থেকেই জানা যাচ্ছে, প্রথম দিন এই ছবি ব্যবসা করেছে মাত্র ২.৫৫ কোটি টাকার। এর আগে অক্ষয় কুমারের 'ওহ মাই গড' ছবিটি মুক্তির দিন সবথেকে কম ব্যবসা করেছিল। তাও ছিল ৪.২৫ কোটি টাকার। কিন্তু এবার তাকেও টপকাতে পারল না। ৪ কোটি টাকার কম ব্যবসা করল মুক্তির দিন।
আরও পড়ুন - Hera Pheri 3: 'হেরা ফেরি ৩'-এর গল্প থেকে শ্যুটিং লোকেশন, সমস্ত তথ্য ফাঁস করে দিলেন পরেশ রাওয়াল!
প্রসঙ্গত, 'সেলফি' ছবিটি মূলয়লম ছবি 'ড্রাইভিং লাইসেন্স'-এর হিন্দি রিমেক। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরত ভারুচা, ডিয়ানা পেন্টিকে।
অন্যদিকে, বি টাউনে শীঘ্রই পা রাখতে চলেছেন একাধিক স্টার কিড। শাহরুখ খানের দুই সন্তান সুহানা খান এবং আরিয়ান খান, সেফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং আরও অনেক স্টার কিডের আত্মপ্রকাশ হতে চলেছে। সেই তালিকাতেই কি এবার নাম লেখাতে চলেছেন অক্ষয় পুত্র আরভ? সম্প্রতি এই প্রশ্নই করা হয় বলিউডের খিলাড়িকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বলিউডে আত্মপ্রকাশ নিয়ে কোনও আগ্রহই নেই তাঁর পুত্রে। অক্ষয় কুমার বলেন, 'ওর তেমন কোনও ইচ্ছে নেই। আমি শুধু চাই, ও যাই করুক না কেন, সেটাই খুশিতে করুক। ও খুশিতে থাকুক।'