লুসাকা:  ‘সে সেলফি তুলতে চাইছিল, আমি না করতে পারিনি’- এই কথা লিখেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি সেলফি শেয়ার করেছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন। জামবিয়াতে তোলা এই ছবিতে কৃতির সঙ্গে যাকে দেখা যাচ্ছে সে কিন্তু কোনও মানুষ নয়, একটা আস্ত চিতাবাঘ।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি আরও একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে চিতাটির সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন তিনি, আবার কখনও তাকে জল খাইয়ে দিচ্ছেন।




এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে ট্রোলড হন নায়িকা। নেটিজেনদের একাংশ একের পর এক আক্রমণ শানিয়েছেন তাঁর দিকে। কেউ বলেছেন, ‘বলিউডরা একদিকে যেমন পশুপ্রেমী সংস্থা ‘পেটা’-কে সমর্থন করে আবার অন্যদিকে পশু পর্যটনকেও প্রচার করছেন’। কেউ আবার বলেছেন, ‘ছবির মধ্যে পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে’, বা ‘পশুদের বন্দিদশার প্রচার হচ্ছে’।

এর উত্তরে অবশ্য মুখ খোলেননি নায়িকা।

আগামী দিনে পাণিপথ ছবিতে দেখা যাবে কৃতি শ্যাননকে।