লিডস: এবারের বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে একটি বিশ্বকাপে পাঁচটি শতরানের রেকর্ড গড়েছেন তিনি। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়ার পর তিনি বলছেন, ব্যাটিংয়ে শৃঙ্খলার ফলেই সাফল্য পাচ্ছেন।

এদিন ৯৪ বলে ১০৩ রান করেন রোহিত। খেলা শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘ব্যাটিংয়ে শৃঙ্খলা থাকা দরকার। অতীত থেকে আমি সেটা শিখেছি। যা হয়েছে সেটা অতীত, ক্রিকেটে প্রতিদিন নতুন। আমি প্রতিদিন নতুন করে শুরু করতে চাই। আমি এটা ভেবে খেলতে নামি যে এর আগে একটিও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলিনি বা এই প্রতিযোগিতায় একটিও শতরান করিনি। এটাই আমি সবসময় নিজেকে বলি।’

রোহিত আরও বলেছেন, ‘পাঁচটি শতরান করার কথা ভাবিনি। আমি শুধু নিজের কাজটা করার কথাই ভাবছিলাম। নজির গড়ার কথা ভাবিনি। আমি জানি, ভাল খেলতে পারলে এমনিতেই নজির গড়ব। আমার কাজ হল দলকে জেতানো।’

ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘আমরা ভাল খেলতে চেয়েছিলাম, কিন্তু এরকম ফলের কথা ভাবিনি। তবে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে এবং কঠোর পরিশ্রম করলে এরকম জয় আসে। দলের পারফরম্যান্সে আমি গর্বিত।’

বিরাট আরও বলেছেন, ‘সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলতে হবে সেটা নিয়ে কিছু ভাবছি না। প্রতিপক্ষ কে সেটা কোনও ব্যাপার না। আমরা ভাল খেলতে না পারলে যে কোনও দলের কাছে হেরে যাব। ভাল খেললে যে কোনও দলকে হারিয়ে দেব। নিজেদের দক্ষতার উপর বিশ্বাস আছে। তাই সেমিফাইনালে প্রতিপক্ষ যে দলই আমাদের সামনে পড়ুক না কেন, ভাল ক্রিকেট খেলে জয় চাই।’