মুম্বই: মাত্র কয়েকদিন আগেই মাকে হারিয়েছেন জনপ্রিয় গায়ক শান (Shaan)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুঃখজনক খবরটি শেয়ার করেন তিনি। এবার মাকে নিয়ে আবেগপ্রবণ বার্তা দিলেন শান।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করে শান লিখেছেন, 'আমার মা। কেউ তাঁর মতো নন। দুঃখ একান্তই ব্যক্তিগত। কিন্তু তাঁর কাছ থেকে আমি যা যা শিখেছি, তা তো শেয়ার করতেই পারি।' শান আরও লেখেন, 'মিষ্টি হাসি, দয়ালু চোখ, আর মৃদু ভাষায় পজেটিভ থাকার কথাবার্তার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন। কোনও অতিরিক্ত পরামর্শ দেওয়া নয়। বুদ্ধিদীপ্ত শিক্ষা এবং উপকারী নানা উক্তির মাধ্যমে জীবনে বড় হতে শেখার প্রেরণা জুগিয়েছেন। খুব সাধারণভাবে। এটাই তাঁর স্টাইল। এভাবেই বেড়ে উঠতে শিখিয়েছেন মা।'
আরও পড়ুন - Rachna Banerjee: বন্ধুদের সঙ্গে 'শ্রিভাল্লি' গানে জমিয়ে নাচলেন রচনা বন্দ্যোপাধ্যায়
শানের পোস্ট করা এই বার্তায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে তারকারা। বলিউড অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) ভালোবাসার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন।
প্রসঙ্গত, মা সোনালি মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের ছবি শেয়ার করে জনপ্রিয় গায়ক শান লিখেছেন, 'আমাদের মা সোনালি মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা ভীষণভাবে দুঃখিত এবং মর্মাহত। ঘুমের মধ্যেই শান্তিতে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। একজন দুর্দান্ত মানুষ, দয়ালু হৃদয়ের মানুষ ছিলেন আমাদের মা। তাঁকে আমাদের শেষ বিদায় বলার পালা। এমন দিনেও আমরা যেন ভুলে না যাই করোনাবিধির কথা। অনুরোধ করি সকলের প্রার্থনায় যেন থাকে তাঁর কথা। গভীরভাবে শোকাহত- সাগরিকা - মার্টিন, শান - রাধিকা এবং আমাদের সন্তানেরা'।
জনপ্রিয় গায়ক শানকে নানা সময় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মায়ের সঙ্গে কাটানোর বিভিন্ন ছবি শেয়ার করতে দেখা যায়। মায়ের প্রয়াণে ভেঙে পড়েন তিনি। তিনি যে তাঁর মা সোনালি মুখোপাধ্যায়কে ভীষণভাবে মিস করছেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা যাচ্ছে।