মুম্বই: মারা গেলেন এক সময়ের নামী অভিনেত্রী, শাবানা আজমির মা শওকত আজমি। বয়স হয়েছিল ৯১ বছর। গতকাল মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি।

উমরাও জান-এর অভিনেত্রী শওকত আজমি শাবানা ও বাবা আজমির মা। থিয়েটারে অভিনয় করতেন তিনি, বিয়ে করেন উর্দু কবি ও গীতিকার কাইফি আজমিকে। জানা গিয়েছে, গতকাল বিকেল ৫টা নাগাদ শওকত হৃদরোগে আক্রান্ত হন, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মেয়ে শাবানা ধরে ছিলেন তাঁকে। আজ তাঁর শেষকৃত্য হওয়ার কথা।


শাবানার স্বামী জাভেদ আখতার জানিয়েছেন, কিছুদিন আগে শওকতকে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি করা হয়, আইসিইউতে ছিলেন তিনি। বাড়ি ফিরে যেতে চাইছিলেন, তাই ফিরিয়ে আনা হয়। নিজের ঘরে ২-১ দিন কাটান, তারপর মৃত্যু হয়।


উমরাও জান-এ অভিনয়ের জন্য খ্যাত শওকত মীরা নায়ারের সালাম বম্বে ও বাজার-এ অভিনয় করেন। শেষ তাঁকে দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায় ও বিবেক ওবেরয়ের সাথিয়া-য়। শওকত ও তাঁর স্বামী কাইফি আজমি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটিএ-র সঙ্গে যুক্ত ছিলেন, প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন (আইডাব্লিউএ)-র সঙ্গেও ছিলেন তাঁরা। শওকত আত্মজীবনীও লিখেছেন, নাম কাইফি অ্যান্ড আই, তা নিয়ে নাটক মঞ্চস্থ হয়, নাম কাইফি অওর ম্যায়।