মুম্বই: পুনের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া থেকে ৯,০০০-এর ওপর ছবির প্রিন্ট হারিয়ে গিয়েছে। উধাও পথের পাঁচালি, চারুলতা, অপরাজিত, ভুবন সোমের মত কালজয়ী ছবির প্রিন্ট। এছাড়াও পাওয়া যাচ্ছে না কাগজ কে ফুল, আওয়ারা, মেরা নাম জোকারের মত ছবি। অভিনেত্রী শাবানা আজমি এ ব্যাপারে অভিযোগ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে।


শাবানা বলেছেন, ৯,২০০টি ছবির আসল প্রিন্ট ন্যাশনাল ফিল্ম আর্কাইভে পাওয়া যাচ্ছে না। এগুলি হারিয়ে যাওয়া সম্পদ, এ ব্যাপারে এখনই নজর দেওয়া দরকার।



তথ্য জানার অধিকার আইন কাজে লাগিয়ে এক সংবাদপত্রে প্রকাশ করেছে, ফিল্মের রিল বোঝাই ৫১,৫০০টি ক্যান ও ৯,২০০-র ওপর প্রিন্ট আর্কাইভে নেই।