কলকাতা: চাঁদ ছুঁয়েছে ভারত। বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে নামে ল্যান্ডার বিক্রম। এই প্রথম, দক্ষিণ মেরু ছুঁল ভারতের চন্দ্রযান। সেই মুহূর্তক উদযাপন করল গোটা দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী... এই আনন্দ যেন সর্বজনীন। কিন্তু চর্চায় যখন চাঁদ.. তখন জানেন কী, 'চন্দ্রযান ৩' -র আগেই চাঁদ ছুঁয়ে ফেলেছেন বলিউডের একাধিক অভিনেতা!
বিষয়টা একটু খুলে বলা যাক। চাঁদে যে জমি বিষয়টা নিয়ে অনেক রকম ধারণা ও মতপার্থক্য রয়েছে। দ্য লুনার রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইট (The Lunar Registry)- থেকে চাইলে যে কেউ, নির্দিষ্ট অর্থ ব্যয় করে চাঁদে জমি কিনতে পারেন। এই ওয়েবসাইটটি দাবি করে, তারা আইনত চাঁদে জমি বিক্রয় করতে পারে। কোনও ব্যক্তি জমি কিনলে, এই ওয়েব সাইটের তরফ থেকে তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়, একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি, জমিটির ভৌগোলিক অবস্থান এবং মৌজা-পর্চার মতো আইনি নথি। তবে চাঁদে জমি কেনা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে দ্বিমত রয়েছে।
এভাবেই, চাঁদে রয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর নামে এক টুকরো জমি! তবে এই জমি শাহরুখের নিজে কেনা নয়, উপহার পাওয়া। প্রত্যেক বছর, শাহরুখের এক অস্ট্রেলিয়ান অনুরাগী, কিং খানের জন্মদিনে চাঁদে তাঁর নামে একটু করে জমি কেনেন। পরিবর্তে, দ্য লুনার রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইট থেকে শংসাপত্রগুলি পাঠিয়ে দেওয়া হয় শাহরুখের কাছে। সেই সঙ্গে প্রত্যেক বছর জন্মদিনে শাহরুখকে একটি রঙিন ই-মেলও পাঠান ওই অনুরাগী। একটি সাক্ষাৎকারে তাঁর কথা একবার বলেছিলেন শাহরুখ। প্রসঙ্গত, শাহরুখের নামে চাঁদে একটি গর্তও রয়েছে।
শাহরুখের এই মহিলা অনুরাগীর নাম স্যান্ডি। একটি সাক্ষাৎকারে সেই অনুরাগী জানিয়েছিলেন, ২০০২ সাল থেকে তিনি শাহরুখের নামে জমি কিনছেন চাঁদে। স্যান্ডি চেয়েছিলেন, শাহরুখ এমন বলিউড হিরো হোক, যিনি প্রথম চাঁদে যাবেন। সেই লক্ষ্যেই চাঁদে জমি কেনা শুরু করেন তিনি। অশোকা ছবি থেকে নাকি এই ধারণা মাথায় এসেছিল তাঁর। শাহরুখ উত্তর দেবেন না জেনেও তিনি ই-মেল লেখেন প্রত্যেক বছর। তবে তাঁর কথা সাক্ষাৎকারে উল্লেখ করায় খুশি স্য়ান্ডি।
কিং খান ছাড়াও আরও এক বলিউড তারকার জমি রয়েছে চাঁদে। তিনি সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)। মহাকাশ নিয়ে অসম্ভব আগ্রহ ছিল সুশান্তের। নিজের বাড়ির ব্যালকনিতে একটি টেলিস্কোপ কিনে বসিয়েছিলেন তিনি। সেখানে চোখ রেখে, রাত জেগে তারা দেখা ছিল তাঁর ভীষণ প্রিয় কাজ। সোশ্য়াল মিডিয়ায় টেলিস্কোপের মধ্যে দিয়ে হামেশাই তারার ছবি শেয়ার করে নিতেন তিনি। সুশান্ত চলে যাওয়ার পরে, অনেক বলিউড অভিনেতা অভিনেত্রীই স্মৃতিচারণায় বলেছিলেন, সুশান্তই তাঁকে প্রথম তারা দেখিয়েছিলেন।
চাঁদে জমি কেনার সত্যতা ও যৌক্তিকতা যাচাই করে দেখেনি এবিপি লাইভ।
আরও পড়ুন: Seema Deo Death: প্রয়াত 'আনন্দ' অভিনেত্রী সীমা দেও, বয়স হয়েছিল ৮১