কলকাতা: সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandra) সংক্রান্ত ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় (Rs 200 crore extortion case) দিল্লির পাতিয়ালা হাউজ (Patiala House Court) আদালতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) তলব করা হল। তাঁকে ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এএনআই সূত্রে খবর, অভিনেত্রীকে দোষী উল্লেখ করে যে অভিযোগপত্রটি জমা হয়েছে সেটি আমলে নিয়েছে আদালত। কমল আর খান (Kamaal R Khan), ওরফে কেআরকে, ভর্তি হলেন হাসপাতালে। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয় বিতর্কিত ট্যুইটের অভিযোগে। তারপরই অসুস্থতার কথা জানান তিনি। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দিনভর আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
হাসপাতালে কেআরকে
কমল আর খান (Kamaal R Khan), ওরফে কেআরকে, ভর্তি হলেন হাসপাতালে। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয় বিতর্কিত ট্যুইটের অভিযোগে। তারপরই অসুস্থতার কথা জানান তিনি। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় বুকে যন্ত্রণা হচ্ছে বলে জানান কমল আর খান। সেই কারণে বিতর্কিত ট্যুইট করার অভিযোগে গ্রেফতার অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়েরই কান্দিভলি অঞ্চলের শতাব্দী হাসপাতালে। খবর এএনআই সূত্রে। কেআরকে-কে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বোরিভেলি আদালত। ২০২০ সালে প্রয়াত অভিনেতা ইরফান খান (Irrfan Khan) ও ঋষি কপূরকে (Rishi Kapoor) নিয়ে বিতর্কিত ট্যুইট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
জ্যাকলিনকে তলব করল দিল্লি পাতিয়ালা কোর্ট
সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandra) সংক্রান্ত ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় (Rs 200 crore extortion case) দিল্লির পাতিয়ালা হাউজ (Patiala House Court) আদালতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) তলব করা হল। তাঁকে ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এএনআই সূত্রে খবর, অভিনেত্রীকে দোষী উল্লেখ করে যে অভিযোগপত্রটি জমা হয়েছে সেটি আমলে নিয়েছে আদালত। এর আগে, গত ১৭ অগাস্ট ইডি (Enforcement Directorate) সাপ্লিমেন্টারি চার্জশিটে আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছিল। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে অভিনেত্রী সচেতন ছিলেন যে সুকেশ চন্দ্রশেখর একজন অপরাধী এবং ঠগ। দিল্লির একটি আদালতে তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে ইডি। তার আগে অভিনেত্রীর সম্পত্তি অ্যাটাচ করেছিল ইডি। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এপ্রিলে অভিনেত্রীর ৭ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছিল এজেন্সি।
আরও পড়ুন: Pavel Exclusive: 'শেষ শট নন্দনে, আর সেখানেই এখনও জায়গা পেল না 'কলকাতা চলন্তিকা', আফশোস পাভেলের
ছোটদের জন্য বড় চমক কার্তিক আরিয়ানের
বলিউডের তারকাদের মধ্যে বর্তমানে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বেশ কিছু বছর তিনি অভিনয় করছেন বি টাউনে। আর বলিউডের বাইরে থেকে এসে, কোনও গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি এতটাই শক্ত করে ফেলেছেন যে, অনেক তাবড় তারকার থেকেও তাঁর ছবি বক্স অফিসে বেশি সাফল্য পাচ্ছে। পাশাপাশি তিনি এই মুহূর্তের বলিউড হার্টথ্রবও বটে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা নজরকাড়া। সবমিলিয়ে কেরিয়ারের কার্যত মধ্যগগনে রয়েছেন কার্তিক আরিয়ান। তাঁর হাতে ছবির সংখ্যাও বেশ কয়েকটি। যা মুক্তি পাবে সামনেই। আর এবার অনুরাগীদের জন্য, বিশেষ করে ছোটদের জন্য বড় চমক নিয়ে এলেন কার্তিক আরিয়ান। চলতি বছর শুরুর দিকে মুক্তি পায় 'ভুলভুলাইয়া টু'। প্রথম ছবি অর্থাৎ, অক্ষয় কুমার, শাইনি আহুজা, বিদ্যা বালান অভিনীত 'ভুলভুলাইয়া' বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ছবির গল্প থেকে গান দুটোই সমান হিট হয়। প্রথম ছবির সাফল্যের পর তাই সিক্যুয়েলকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকদের। আর দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নির্মাতারা। তাই খুব কম সময়ের মধ্যেই ছবিটি ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। এছাড়াও, চলতি বছর মুক্তি পাওয়া বলিউড ছবিগুলির মধ্যে সবথেকে বেশি ব্যবসা করা ছবিও 'ভুলভুলাইয়া টু'। ছবিতে অভিনয় করে প্রশংসিত হন কার্তিক আরিয়ান। আর এবার 'ভুলভুলাইয়া টু'-এর 'রুহ বাবা' (ছবিতে কার্তিক আরিয়ানের অভিনীত চরিত্রের নাম) এসে গিয়েছে অন্য রূপে। এবার আর পর্দায় নয়, বরং, বইয়ের পাতায় দেখা পাওয়া যাবে তাঁর। সম্প্রতি কার্তিক আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন যে, তাঁর 'রুহ বাবা' চরিত্রটি এবার এসে গিয়েছে কমিক বইয়ে। কমিক জগতেও পা রাখলেন অভিনেতা। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, 'রুহ বাবা আর তাঁর গল্প এবার এসে গিয়েছে কমিক্সের ভুলভুলাইয়াতে। এটা আমার সমস্ত খুদে অনুরাগীদের জন্য।'
গণেশ চতুর্থীতে ফের কাছাকাছি রাজীব-চারু!
গণেশ চতুর্থীর দিনে কাছাকাছি স্বামী-স্ত্রী, এক ফ্রেমে ধরা দিলেন রাজীব সেন (Rajeev Sen) ও অশোপা চারু (Ashopa Charu)। বাড়ির গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন দুই তারকা। শুধু কি তারা? বাবা মায়ের মাঝে ফ্রেমে রইল ছোট্ট জিয়ানাও। বিচ্ছেদের জল্পনা উড়িয়ে কি ফের কাছাকাছি রাজীব-চারু। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বারে বারে শিরোনামে এসেছে রাজীব-চারুর বিচ্ছেদের গুঞ্জন। আর তাঁদের সমস্যার কথা একপ্রকার বকলমে স্বীকার করে নিয়েছেন রাজীব ও চারু দুজনেই। কিন্তু জিয়ানার অন্নপ্রাশনে ফ্রেমবন্দি হয়েছিলেন তারকারা। তারকাদের এক ফ্রেমে দেখে কার্যত ধামাচাপা পড়ে গিয়েছিল সেই গুঞ্জন।
ছোটপর্দায় ফিরছেন শুভাশিস
ফের ধারাবাহিকে শুভাশিস মুখোপাধ্যায় (Subhashish Mukherjee)। একটি প্রথম সারির চ্যানেলের নতুন ধারাবাহিকের মুখ্যচরিত্র হিসেবে ফিরছেন শুভাশিস। প্রায় ২ বছর আগে 'খেলাঘর' ধারাবাহিকে দেখা গিয়েছিল শুভাশিসকে। আর এবার ধারাবাহিক 'বিক্রম বেতাল'-এ বেতালের ভূমিকায় দেখা যাবে শুভাশিষকে। আর বিক্রমের ভূমিকায় পর্দায় ফিরছেন জয় মুখোপাধ্যায় (Joy Mukherjee)। সদ্য চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে নতুন এই ধারাবাহিকের প্রোমো। ছোটবেলার সেই বেতাল পঞ্চবিংশতী-র গল্প সবার জানা। সেই দুঃসাহসী রাজা বিক্রম আর বেতালের গল্প প্রায় সবার ছোটবেলার সঙ্গেও জড়িয়ে। আর সেই গল্প এবার ছোটপর্দায়। রূপকথার মোড়কে এগিয়ে যাবে এই ধারাবাহিক।