কলকাতা: তাঁর অভিনয় পদ্ধতিই আলাদা, তিনি অভিনয় করেন বিশ্বাসে, ভালবেসে। তবে যে কোনও অভিনেতারই প্রথম কাজ হল, অভিনয়ে রাজি হওয়ার আগে অন্তত একবার চিত্রনাট্যটা ভাল করে পড়ে নেওয়া। কিন্তু খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) রাজি হওয়ার আগে পড়েই দেখেননি বিখ্যাত ছবি 'কল হো না হো' (Kal Ho Na Ho)-র চিত্রনাট্য। একটি সাক্ষাৎকারে সদ্য সেই গল্পই করেছেন ছবির পরিচালন নিখিল আডবাণী। কিন্তু কেন এই কাজটি করেছিলেন শাহরুখ? 


নিখিল জানান, শাহরুখের সঙ্গে তাঁর যোগাযোগ 'কল হো না হো'-তেই নয়। এর আগে, 'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hai) ও কভি খুশি কভি গম (Kabhi Khushi Kabhie Gham) ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন নিখিল। সেই থেকেই শাহরুখের সঙ্গে নিখিলের আলাপ। তারপরে ঘনিষ্ঠতা। সেই বন্ধুত্ব এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে শাহরুখ ধর্ম প্রযোজনা সংস্থায় গিয়ে বলেন, 'আমি তোমাদের সঙ্গে আরও একটা ছবি করব যদি নিখিল সেটা পরিচালনা করে'। এরপরেই তৈরি হয় 'কল হো না হো' ছবিটি। শাহরুখের নিখিলের পরিচালনা ও কর্ণ জোহরের লেখার ওপর এটাই ভরসা ছিল যে ছবির চিত্রনাট্যই পড়ে দেখার প্রয়োজনবোধ করেননি শাহরুখ। 


নিখিল বলেছিলেন, একজন পরিচালক হিসেবে তিনি শাহরুখের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবেন কারণ শাহরুখ যে সময়ে তাঁকে বিশ্বাস করেছিলেন, সেই সময়ে কার্যত তাঁকে কেউ চিনতেন না। এত বড় একজন সুপারস্টারকে নিয়ে কাজ, অথচ শাহরুখ অবলীলায় রাজি হয়ে যান। পড়েও দেখেননি চিত্রনাট্য, এতটাই বিশ্বাস করেছিলেন তিনি। আর সেটে শ্যুটিংয়ের সময়েও শাহরুখ অনেকভাবে সাহায্য করেছিলেন নিখিলকে। কখনও বুঝতে দেননি যে নিখিল প্রথমবার পরিচালনা করছেন। সবসময়েই সবরকমভাবে সাহায্য করেছিলেন শাহরুখ। ভাল ব্যবহার করেছিলেন কর্ণও। নিখিল বলেন, তিনি সবসময়েই এই অভিজ্ঞতা মনে রাখবেন।


 






আরও পড়ুন: ধর্ম প্রযোজনা সংস্থার শেয়ার বিক্রি হয়ে যাওয়া নিয়ে কটাক্ষ? অবশেষে মুখ খুললেন কর্ণ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।