মুম্বই: ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে নিজের টিম ‘ত্রিনবাগো নাইট রাইডার্স’ -এর পর পর তিনবার জয় উদযাপন করলেন শাহরুখ খান।

শাহরুখের বিভিন্ন ফ্যান পেজ থেকে পাওয়া এই ভিডিওগুলি ভাইরাল হয়েছে।  একটি ভিডিওতে ডোয়েন ব্র্যাভো-র সঙ্গে নিজের সিনেমা চেন্নাই এক্সপ্রেসের হিট গান লুঙ্গি ড্যান্স-এর তালে পা মেলাতে দেখা গেল কিং খানকে।









‘ত্রিনবাগো নাইট রাইডার্স’ -এর দলে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্লেয়াররা। অন্যান্য আরও কিছু ছবি ও ভিডিও-তে ধরা পড়েছে কিং খানের সঙ্গে বাকি ক্রিকেটারদের জয় উদযাপনের ছবি।













শাহরুখকে এদিন কখনও দেখা গেছে তাঁর গোটা টিমকে উৎসাহ দিতে আবার কখনও দেখা গেছে ক্রিস গেইলের সঙ্গে সেলফি তুলতে।













আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে শুরু হচ্ছে শাহরুখ খানের নতুন ওয়েব সিরিজ।