মুম্বই: মাদক যোগের অভিযোগে ক্রুজ পার্টি থেকে শাহরুখ খানের পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি।  সূত্রের খবর, গতকাল রাতে শাহরুখ তাঁর ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রায় ২ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। এনসিবির তরফে জানানো হয়, গতকাল রাতে তাদের দেওয়া খাবার খেয়েছেন আরিয়ান। কোনও বাইরের খাবার দেওয়া হয়নি। 


এনসিবি সূত্রে খবর, জেরার সময় আরিয়ান সারাক্ষণ কাঁদছিলেন।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, আরিয়ান গত চার বছর ধরে মাদক নেওয়ার কথা জেরায় স্বীকার করেছেন। অভিনেতা-পুত্র জানিয়ছেন, বহুবার মুম্বইতে বন্ধুদের সঙ্গে মাদক পার্টি করতেন।


সেইসঙ্গে আরিয়ান স্বীকার করেছেন, ভারতের বাইরে ব্রিটেন ও দুবাইয়ে মাদক নেওয়ার কথাও। এনসিবি সূত্রের খবর, তাঁদের ছেলে মাদক সেবনে অভ্যস্ত, তা ভালই জানতেন শাহরুখ ও গৌরী খান। 


মাদককাণ্ডে দিল্লির যে বাসিন্দাদের গ্রেফতার করেছে এনসিবি, তাঁদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।  মাদককাণ্ডে আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়েছে। এনসিবি সূত্রের খবর, যে কোনও পার্টিতে মাদক নিয়ে আসতেন এই আরবাজ। 


এনসিবি সূত্রে জানা গিয়েছে, ধৃত ৮ জন বিভিন্ন গ্রুপে শনিবার রাতে প্রমোদতরীতে উপস্থিত হন। আরও অনেকে ছিলেন। এনসিবি অভিযানের খবর পেয়েই তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। 


যদিও, এনসিবি সূত্রের দাবি, কারা কারা ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। হতে পারে, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন জনপ্রিয় নাম ধরা পড়বে।


ধৃতদের মধ্যে রয়েছেন মুনমুন ধামিচা। যাঁকে এই মুহূর্তে দিল্লির সেরা মডেল হিসেবে গণ্য করা হয়। এনসিবি সূত্রে দাবি, তিনি নিয়মিত চরস সেবন করেন।


গ্রেফতার হওয়ার তালিকায় রয়েছেন ইশমিত চড্ডা, সজিতা নূপুর ও মোহক জয়সওয়াল। তিনজনেরই দিল্লিতে বড় ব্যবসা রয়েছে। এছাড়া, গোমিত চোপড়া হলেন নামী হেয়ার স্টাইলিস্ট। তিনিও দিল্লির বাসিন্দা। এছাড়া, বেসরকারি সংস্থার প্রোডাক্টিভিটি হেড বিক্রান্তও রয়েছেন। 


আরও পড়ুন: আজই জামিনের আবেদন করবেন আরিয়ান খানের আইনজীবী


আরও পড়ুন: লেন্স বক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান, দাবি এনসিবি-র, ফোন পাঠানো হল ফরেন্সিকে