Shah Rukh Khan: বিশাল ভরদ্বাজের ছবিতে শাহরুখ ! কিং খানের পরের ছবিকে ঘিরে জল্পনা তুঙ্গে

Vishal Bhardwaj Film: সূত্রের খবর, শাহরুখ তাঁর পরের ছবি হিসেবে বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) পরিচালনাতেই কাজ করতে চলেছেন। কী বিষয় নিয়ে ছবি, কবে থেকে শ্যুটিং শুরু তা যদিও এখনও জানা যায়নি।

Continues below advertisement

দিল্লি:  বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj)। 'হায়দার', 'ওমকারা'-র মত ছবির মাধ্যমেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। চলচ্চিত্র জগতে তাঁর ফিল্ম মেকিং কৌশল নিয়েও বহু চর্চা হয়েছে নানা সময়। তবে মূল ধারার ছবির সঙ্গে সেই অর্থে যোগ নেই বিশালের। কিন্তু এবার কি তবে সেই ধরনের ছবিই করতে চলেছেন বিশাল ভরদ্বাজ ? তাঁর পরের ছবিতে অভিনয় করতে চলেছেন কিং খান (Shah Rukh Khan), এমনটাই শোনা যাচ্ছে বি-টাউন জুড়ে। বিশাল নাকি বহুদিন ধরেই মেগাস্টার শাহরুখের সঙ্গে কাজ করতে চাইতেন। তাই কি এবার সেই স্বপ্নের প্রজেক্টে হাত দিতে চলেছেন পরিচালক?  

Continues below advertisement

সূত্রের খবর, শাহরুখ তাঁর পরের ছবি হিসেবে বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) পরিচালনাতেই কাজ করতে চলেছেন। দীর্ঘ ৪ বছর পরে কামব্যাক, আর তারপর থেকেই বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছেন শাহরুখ খান। বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ সেই ধারাতেই উৎসাহী করে তুলেছে অনুরাগীদের। তবে গুঞ্জন এই যে বিশাল ভরদ্বাজের আগামী ছবিটি মূলত থ্রিলার ঘরানার হতে চলেছে। দুজন মানুষের ছবির ধারণা একেবারেই ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও কিং খান বিশালের ছবিতে অভিনয় করার জন্য যথেষ্ট উৎসাহী। এও শোনা গিয়েছে যে শাহরুখ (Shah Rukh Khan), ইতিমধ্যেই ছবির স্ক্রিপ্ট শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তা নিয়ে বিশাল ভরদ্বাজের সঙ্গে আলোচনা চলছে নানা স্তরে।

তবে এখনও পর্যন্ত বিশাল কিংবা শাহরুখ কেউই এই ছবির ব্যাপারে স্পষ্ট করে কিছুই জানাননি। এর আগে চেতন ভগতের উপন্যাস 'টু স্টেটস' (Two States) অবলম্বনে একটি ছবি করার কথা ছিল বিশাল ভরদ্বাজের। সেখানে শাহরুখ খানের (Shah Rukh Khan), অভিনয় করারও কথা হয়েছিল। কিন্তু বিশালের পরিকল্পন আর শাহরুখের পরিকল্পনা না মেলায় শেষমেশ সেই কাজ হয়নি আর। পরে যদিও অভিষেক বর্মনের পরিচালনায় আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং অর্জুন কপূরের (Arjun Kapoor) সঙ্গে 'টু স্টেটস' চিত্রিত হয়।  

বিশাল ভরদ্বাজ একবার বলেছিলেন শাহরুখ এবং তিনি একই সালে জন্মেছেন, একই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেছেন আর তাই এই ইতিহাসের দিক থেকে তাঁদের মধ্যে কোথাও না কোথাও একটা সংযোগসূত্র থেকেই যায়। শাহরুখ তাঁর অভিনয় জীবনে বেশ কিছু অন্য ধারার ছবিতে অভিনয় করেছেন। 'পহেলি' ছবিতে প্রথম অমল পলেকরের পরিচালনায় কাজ করেন শাহরুখ। 

আরও পড়ুন: Top Social Post: নয়নতারার সিনেমার বিরুদ্ধে FIR, মলদ্বীপ ইস্যুতে সরব অমিতাভ, আজকের সোশ্যালে সেরা

Continues below advertisement
Sponsored Links by Taboola