মুম্বই: ভাল অভিনয়ের জন্য তাঁর জগৎজোড়া খ্যাতি। কিন্তু ভাল বাবা বা স্বামী হিসেবেও তাঁর সুনাম অনুরাগীমহলে। এই কয়েকদিন আগেই বিবাহবার্ষিকীতে স্ত্রী গৌরির সঙ্গে একটি ছবি শেয়ার করে মিষ্টি বার্তা দেন শাহরুখ। এবার কিং খান বললেন, মেয়ে সুহানাকে নিয়ে তিনি কতটা সাবধানী। সম্প্রতি ডেভিড লেটারম্যানের টিভি শো-এ মেয়েকে নিয়ে অনেক অনুভূতির কথা তুলে ধরেন তিনি।
শাহরুখ বলেন, তিনি সর্বদা সন্তানদের সময় দেওয়ার চেষ্টা করেন। জানতে চেষ্টা করেন, তাঁদের বিভিন্ন সমস্যার কথা। তার সমাধান করারও চেষ্টা করেন। কিন্তু ছেলে-মেয়েরা যখন তাঁর কাছে প্রেমিক বা প্রেমিকা সংক্রান্ত সমস্যা নিয়ে হাজির হয়, তখনই একটু অস্বস্তিতে পড়ে যান বাবা শাহরুখ, অন্য আর পাঁচজন বাবার মতোই।
বিশেষ করে মেয়ের বয়ফ্রেন্ডদের নিয়ে সমস্যার জট ছাড়াতে ভীষণই বিরক্তি বোধ করেন তিনি, এমনটাই জানিয়েছেন কিং খান। সকলকে অবাক করে শাহরুখ বলেন, মেয়ের বিশেষ বন্ধুর জন্য নাকি উপহার কিনতেও সাহায্য করেছেন তিনি। যদিও বলতে দ্বিধা করেননি, তিনি যথেষ্ট সাবধাণী বাবা! মেয়ের জীবনে কোনও পুরুষের অস্তিত্ব মেনে নিতে বেশ অসুবিধেই হয় তাঁর।
তাঁর সবসময়ই মনে হয়, সুহানা তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিক!খোলামেলা ভাবেই জানালেন বলিউডের বেতাজ বাদশা।
‘আমি সুহানাকে সবসময়ই বোঝানোর চেষ্টা করি, ছেলেটি কোনও কাজের নয়! কিন্তু তা সত্ত্বেও আবার ওই ছেলেটির জন্যই আমাকে উপহার কিনতে হয়। সেটা আমার মোটেই ভাল লাগে না।’, মেয়েকে কতটা আগলে রাখেন তিনি, স্পষ্ট এই কথা থেকেই।
আবার ছেলেকে নিয়ে শাহরুখ বলেন, ‘ ও অভিনয় করতে চায় না। বরং ভাল লেখালেখি করে।’
মেয়ের কোনও বয়ফ্রেন্ড থাকুক চান না, কিন্তু তাঁদের জন্য উপহারও পছন্দ করে দিতে হয়, জানালেন 'সাবধানী' বাবা শাহরুখ
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2019 04:44 PM (IST)
মেয়ের বয়ফ্রেন্ডদের নিয়ে সমস্যার জট ছাড়াতে ভীষণই বিরক্তি বোধ করেন তিনি, এমনটাই জানিয়েছেন কিং খান। সকলকে অবাক করে শাহরুখ বলেন, মেয়ের বিশেষ বন্ধুর জন্য নাকি উপহার কিনতেও সাহায্য করেছেন তিনি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -