নয়াদিল্লি: বক্স অফিসে অব্যাহত 'পাঠান' (Pathaan Box Office) ঝড়। গোটা বিশ্বজুড়েই দুর্দান্ত ব্যবসা করে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি। প্রায় চার বছর পর বড়পর্দায় এসেছেন কিং খান (King Khan)। সিদ্ধার্থ আনন্দের (Sidharth Anand) পরিচালনায় এই ছবিতে দেখা গেছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহামকেও (John Abraham)। বিশ্বের বক্স অফিসে কত কোটির ব্যবসা করল এই ছবি? 


'পাঠান' ছবির ১০০০ কোটির গণ্ডি পার


বিশ্ববাজারে 'পাঠান' ছবি ১০০০ কোটি টাকা ব্যবসার গণ্ডি পার করে ফেলল। এর মধ্যে চলতি সপ্তাহেই ছবির হিন্দি সংস্করণ (Hindi Version) আয় করেছে ৫০০ কোটি টাকা। 


ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে 'পাঠান'-এর আয় জানান। তাঁর লেখা অনুযায়ী, আজ, অর্থাৎ ২৮ তম দিন এবং চতুর্থ মঙ্গলবার 'পাঠান' ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে। হিন্দি ভাষায় এটিই প্রথম ছবি এই রেকর্ড ব্যবসা করল। এছাড়া দ্রুততম ৫০০ কোটির ব্যবসা করার নিরিখেও শীর্ষে 'পাঠান'। চতুর্থ সপ্তাহের শুক্রবার ২.২০ কোটি টাকা, শনিবার ৩.২৫ কোটি টাকা, রবিবার ৪.১৫ কোটি টাকা, সোমবার ১.২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। যার মোট করলে দাঁড়ায় ৪৯৮.৯৫ কোটি টাকা। 


 






'বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড'-এর হিসেব অনুযায়ী, এই ছবি দেশেই ৬২৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দেশের বাইরে এই ছবি ৩৭৭ কোটির ব্যবসা করেছে যার মোট ১০০০ কোটি পার করছে। 


আরও পড়ুন: 'Ekla Ghor' Trailer: প্রেমের মাসে প্রেমের ছবির ট্রেলার প্রকাশ্যে, আসছে ঋষভ-ঐশ্বর্যের 'একলা ঘর'


প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষদের তরফে এই সপ্তাহটা অর্থাৎ ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত 'পাঠান সপ্তাহ' হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবির জন্য প্রত্যেক টিকিটের দাম ১১০ টাকা ধার্য করা হয়েছে। এই ছবির দুর্দান্ত সাফল্য কেবলমাত্র প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'-এর জন্য শুভ তাইই নয়, এই ছবির হাত ধরে লক্ষ্মীলাভ হয়েছে বলিউডের বক্স অফিসেও।


এছাড়াও বাংলাদেশে কিং খানের অনুরাগীদের জন্যও সুখবর। আগামী ২৪ ফেব্রুয়ারি 'পাঠান' মুক্তি পাচ্ছে বাংলাদেশে।