মুম্বই: নয় নয় করে ৬০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এখনও নবীন প্রজন্মকে টেক্কা দিয়ে চলেছেন। ফের নতুন মাইলফলক ছুঁলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। এবার সরাসরি ‘বিলয়নেয়ার্স’ ক্লাবে ঢুকে পড়লেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২০০০ কোটির মাপকাঠি ছাড়িয়ে গেল। এখন আর শুধুমাত্র ভারতের নন, পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে উঠে এলেন শাহরুখ। (Shah Rukh Khan Enters Billionaire Club)
Hurun India Rich List ২০২৫ সালের যে তালিকা প্রকাশ করেছে, তাতে সবচেয়ে ধনী তারকা হিসেবে একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছেন শাহরুখ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা। দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে এই প্রথম ‘বিলয়নেয়ার্স’ ক্লাবে প্রবেশ করলেন তিনি। (Shah Rukh Khan)
Hurun India Rich List-এর হিসেব অনুযায়ী, শাহরুখের পরই দ্বিতীয় ধনী তারকা হলেন জুহি চাওলা এবং তাঁর পরিবার। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন। চতুর্থ স্থানে কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে অমিতাভ বচ্চন এবং চাঁর পরিবারের সদস্যরা রয়েছেন। তবে শাহরুখের সঙ্গে বাকিদের সম্পত্তির আকাশ-পাতাল তফাৎ।
শাহরুখের ধারেকাছে যদি কেউ থাকেন, তিনি হলেন জুহি। নায়িকা এবং তাঁর পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। হৃতিকের মোট ২ হাজার ১৬০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। কর্ণ জোহরের মোট সম্পত্তির পরিমাণ ১৮৮০ কোটি টাকা। অমিতাভ ও বচ্চনদের মোট ১৬৩০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
২০২৪ সালে, ৫৮ বছর বয়সে Hurun India Rich List-এ নাম ওঠে শাহরুখের। সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৭ হাজার ৩০০ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে ১২০০০ কোটির সীমা ছাড়িয়ে গিয়েছে। শাহরুখের সম্পত্তির এমন বৃদ্ধির নেপথ্যে তাঁর ছবির সাম্প্রতিক ব্যবসায়িক সাফল্য, প্রোডাকশন হাউজ রেড চিলিজের মুনাফা যেমন রয়েছে, তেমনই IPL টিম কলকাতা নাইট রাইডার্সের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় রিয়েল এস্টেট ব্যবসাতেও ফুলেফেঁপে উঠেছেন শাহরুখ।
‘জওয়ানে’র জন্য সম্প্রতি জাতীয় পুরস্কারও পেয়েছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান ভারতেই ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে। ভারতের তাবড় তারকাদের চেয়েই এগিয়ে নেই শাহরুখ, হলিউডের টেলর সুইফট (১.৩ বিলিয়ন), আর্নল্ড সোয়ার্ৎজেনেগার (১.২ বিলিয়ন), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন), সেলিনা গোমেজের (৭২০ মিলিয়ন), টম ক্রুজ (৬০০ মিলিয়ন) থেকেও এখন ধনী তিনি।