নয়াদিল্লি: সমস্যায় পড়তে পারেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিদেশে বিনিয়োগের তথ্য চেয়ে তাঁকে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর।
খবরে প্রকাশ, প্রায় ২ সপ্তাহ আগে পাঠানো ওই নোটিশে বার্মুডা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং দুবাইতে অভিনেতার বিনিয়োগের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, আয়কর আইনের ১৩১ নম্বর ধারা অনুযায়ী, এই তথ্য চাওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ধারা মোতাবেক, যে কোনও ব্যক্তির আয়-ব্যয়ের ওপর তদন্ত করার ক্ষমতা রয়েছে আয়কর বিভাগের।
এর আগে একই নোটিশ বেশ কয়েকজন শিল্পপতিকেও পাঠানো হয়েছিল। বস্তুত, বিদেশে গচ্ছিত কালো টাকা উদ্ধারে কেন্দ্রের সিদ্ধান্তের ভিত্তিতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে আয়কর দফতর।
এক আয়কর আধিকারিক জানান, শো-বিজ জগতের সঙ্গে জড়িত কোনও ব্যক্তি যদি বিদেশে শোয়ের থেকে প্রাপ্ত আয়ের অংশ বিদেশি অ্যাকাউন্টে গচ্ছিত রাখেন, তাহলে তা অবশ্যই বেআইনি।
কিন্তু, তিনি যদি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ বা দুবাইয়ের কোনও সংস্থাকে ভাড়া করে তাদের শো আয়োজনের স্বত্ব দেন, তাহলে কোনও সমস্যা নেই।
তবে সেখানেও, তিনি যে বিদেশি সংস্থাকে চালু করে তার মাধ্যমে এই কাজ করছেন, সেখান থেকে ডিভিডেন্ড পেলে, অবশ্যই কর দিতে হবে বলে জানান ওই আধিকারিক।
গত বছরের অক্টোবর মাসে, নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটিড-এর কিছু শেয়ার বিক্রি করার জন্য শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
বিদেশে বিনিয়োগ: শাহরুখ খানকে নোটিশ আয়কর দফতরের
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jul 2016 09:30 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -